কলকাতা, 8 সেপ্টেম্বর :ভবানীপুর বিধানসভার উপ-নির্বাচনে (Bhawanipur By Election) পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) । এছাড়া ভবানীপুরের আটটি ওয়ার্ডে আটজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হবে বলে খবর ৷
আরও পড়ুন :Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির
বিজেপির সূত্রে খবর, বিজেপির কর্মী-সমর্থকদের কাছে ভবানীপুরে (Bhawanipur) প্রচার করা খুবই কঠিন । ভবানীপুরে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাই অনেক আগে থেকেই তৃণমূল (Trinamool Congress) সব হেভিওয়েট নেতা-মন্ত্রী ঝাঁপিয়ে পড়েছে । তাই এবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতেই ভবানীপুরে বিজেপি পর্যবেক্ষকের দায়িত্বে আনা হল সাংসদ অর্জুন সিং-কে ।
2021-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly 2021) বিজেপির ভরাডুবির পর দলীয় কর্মীদের মনোবল একেবারে তলানিতে ঠেকেছে । তাই এখন বিজেপি নেতৃত্বের প্রধান উদ্দেশ্য বুথস্তরে কর্মীদের মনোবল বাড়ানো । বিজেপি সাংসদ অর্জুন সিং এই দায়িত্ব পাওয়ায় দলীয় কর্মীদের মনোবল অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে ।