পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি - BJP Worker Body Found at Kashipur

কাশীপুরে বিজেপির কর্মীর রহস্যমৃত্যু ৷ পরিবাররকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি (BJP Appeals to Calcutta HC to Preserve Dead BJP Worker Body) ৷ তারা নিহত অর্জুন চৌরাসিয়ার দেহ সংরক্ষণ ও এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন ৷

bjp-appeals-to-calcutta-hc-to-preserve-dead-bjp-worker-body
BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

By

Published : May 6, 2022, 2:27 PM IST

কলকাতা, 6 মে : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর (BJP Worker's Death) ঘটনায় মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আজ দুপুরেই শুনানির জন্য আদালতে আসার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশনের বেঞ্চের ৷

শুক্রবার সকালে কলকাতার কাশীপুর অঞ্চলের একটি পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়া নামে এক যুবকের মৃতদেহ (BJP Worker Body Found at Kashipur) ৷ তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ৷ ফলে সকাল থেকেই ইস্যুতে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ৷ মৃতদেহ উদ্ধারে ঘিরে বাধাপ্রাপ্ত হতে হয় পুলিশকে ৷

এই অবস্থায় সুবীর সান্যাল, ধীরজ ত্রিবেদীর মতো আইনজীবীরা নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবারের তরফে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন । তাঁদের দাবি, এখনই ময়নাতদন্ত না করে অর্জুনের দেহ সংরক্ষণ করা হোক (BJP Appeals to Calcutta HC to Preserve Dead BJP Worker Body) ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক ৷ মৃতের মায়ের দাবি, খুন করা হয়েছে তাঁর ছেলে অর্জুনকে । পুলিশ বাধ্য করছে দেহ সরিয়ে ফেলতে ৷

আদালত সূত্রে খবর, সব শুনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলা দায়ের করে দুপুর 2টো নাগাদ আসতে নির্দেশ দেওয়া হয় ওই বেঞ্চের তরফে ৷

আরও পড়ুন :Hanging body of BJP worker recovered: রাজ্যে শাহ থাকাকালীন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার টালায়

ABOUT THE AUTHOR

...view details