পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

তৃণমূল কংগ্রেস সাংসদ ও বিধায়করা পশ্চিমবঙ্গ বিধানসভায় রাষ্ট্রপতি ভোটে (President Election 2022) অংশ নেন ৷ ভোট দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ বিজেপির অভিযোগ, ভোট দিতে নির্বাচনী বিধি ভেঙেছেন ডায়মন্ড হারবারের সাংসদ (BJP Alleged that TMC MP Abhishek Banerjee Violated MCC for President Election 2022) ৷

bjp-alleged-that-tmc-mp-abhishek-banerjee-violated-mcc-for-president-election-2022
Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

By

Published : Jul 18, 2022, 3:03 PM IST

Updated : Jul 18, 2022, 3:32 PM IST

কলকাতা, 18 জুলাই : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি (BJP) । তাদের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের (President Election 2022) জন্য বিধানসভায় ভোট দিতে এসে নির্বাচনী বিধি ভেঙেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যদিও অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) ভোটগ্রহণ চলছে ৷ বিজেপির সাংসদরা সংসদে গিয়ে ভোট দিলেও বিধায়করা বিধানসভাতেই ভোট দিচ্ছেন ৷ তবে তৃণমূলের সাংসদ ও বিধায়ক, সকলেই ভোট দিচ্ছেন বিধানসভায় ৷ সেই কারণেই অন্য সাংসদদের মতো এদিন বিধানসভায় হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভায় ভোট দিতে এসে তৃণমূলের বিধায়ক-সাংসদদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধানসভায় বিজেপির তরফে নির্বাচনী এজেন্ট করা হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে (BJP MLA Sudip Mukherjee) ৷ তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির ক্ষেত্রে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে সাংসদ বা বিধায়করা ভোট দিতে আসার জন্য একটি গাড়ি নিয়েই আসতে পারেন । তিনি যে গাড়িতে আসবেন, সেই গাড়িতে তাঁর চালক ও তিনি ছাড়া আর কেউ থাকবেন না । এমনকি তাঁর আপ্তসহায়কও থাকবেন না । ভোট দিতে আসার সময় একটি নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হবে । বাকি গেটগুলি বন্ধ রাখা হবে ।’’

অভিযোগপত্র নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার নর্থ গেট দিয়ে প্রবেশ করেন । অথচ আজ এই গেটটি বন্ধ থাকার কথা ছিল । প্রায় 15টি গাড়ির একটি কনভয় সঙ্গে প্রচুর লোকজন নিয়ে ভোট দিতে আসেন অভিষেক ।"

বিজেপির অভিযোগপত্র

বেলা 12টা নাগাদ বিধানসভায় প্রবেশ করেন অভিষেক ৷ তার পরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে সরব হয় বিজেপি ৷ সুদীপ মুখোপাধ্যায় জানান, এই রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচনের পর্যবেক্ষক শ্রীমতি বিজয়লক্ষ্মীকে চিঠির মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে । তিনি জাতীয় নির্বাচন কমিশনে এই অভিযোগ পাঠিয়েছেন । কমিশন থেকে বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে ।

রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির এই অভিযোগ গুরুত্ব দিতে নারাজ ৷ বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, যিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, তাঁকে এমনিতেই নিরাপত্তারক্ষীরা ছাড়েন না ৷ এই অবস্থায় নিরাপত্তারক্ষীরা অভিষেককে ভিতরে পৌঁছে দিয়ে চলে গিয়েছেন ৷ এই নিয়ে কেউ অভিযোগ তুললে কী বলা যেতে পারে !

আরও পড়ুন :Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে ‘ক্রস-ভোটিং’ ও ‘রিসর্ট পলিটিক্স’ বিতর্কের ছোঁয়া রাজ্য বিধানসভায়

Last Updated : Jul 18, 2022, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details