কলকাতা, 02 জানুয়ারি: আবারও বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী 9 জানুয়ারি তিনি রাজ্যে আসছেন। বিজেপি সূত্রে খবর, ওইদিন বীরভূমে রোড শোয়ে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন দলের গৃহসম্পর্ক অভিযানে। একটি জনসভাও করতে পারেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "9 জানুয়ারি জেপি নাড্ডার সভা চূড়ান্ত হয়েছে। দিল্লি থেকে ইতিমধ্যেই সভার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।"
গত মাসেও রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। তখন তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়। তা নিয়ে ব্যাপক হইচই হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এর পর রাজ্য থেকে ঘুরে গিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও বীরভূমে গিয়ে রোড শো করেন। আর তার পরই বীরভূমে গিয়ে পালটা মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা হিসেবে নাড্ডাও বীরভূমে রোড শো করতে চলেছেন বলে মত রাজনৈতিক মহলের।