কলকাতা, 8 নভেম্বর : দীপাবলির উপহার হিসেবে পেট্রোপণ্যের মূল্যে বড় ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । সেই পথে হেঁটেছে অনেক রাজ্য সরকারও ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও পেট্রোপণ্যে কোনও ছাড় ঘোষণা করেনি ৷
তাই এবার সেই ছাড়ের দাবিতে সরব হল রাজ্য বিজেপি । একদিকে মুরলীধর সেন লেনে রাজ্য সরকারের তরফে ভ্যাট কমানোর দাবিতে যখন বিজেপি নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন, ঠিক তখনই বিধানসভার ভেতরে বিজেপি বিধায়করা প্লাকার্ড-ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
আরও পড়ুন :BJP Protest : তেলের দাম কমাক রাজ্য, দাবি আদায়ে পথে বিজেপি
এদিন রাজ্য বিধানসভায় পূর্বনির্ধারিত সমস্ত সূচি স্থগিত রেখে রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করা হয় । এই অবস্থায় বিধানসভার ভিতর স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন না ঘটালেও অধিবেশনের শেষে লবিতে নেমে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ।
তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমাতে ছাড় দেওয়া হয়েছে । এবার রাজ্য সরকারের তরফে ভ্যাট কমিয়ে সাধারণ মানুষকে আরও সুরাহা করা হোক ।
আরও পড়ুন :Agnimitra Paul : দামোদরে এসে ঝুঁকির পারাপার চাক্ষুষ করলেন অগ্নিমিত্রা, মুখ্যমন্ত্রীর কাছে সেতুর দাবি
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিভিন্ন রাজ্য সরকার সাধারণ মানুষের অসুবিধা বিবেচনা করে ইতিমধ্যেই ভ্যাটে ছাড়ের কথা ঘোষণা করেছে । কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ সেই কারণেই আমাদের এই বিক্ষোভ । রাজ্য সরকারের উচিত মানুষের এই অসুবিধায় তাদের পাশে দাঁড়ানো ।’’
বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অনেক আগেই সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে ছাড় দিয়েছে । কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম কম, তখন ক্রমাগত তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে কেন্দ্রই । কাজেই তাদের মুখে এসব কথা মানায় না ।
আরও পড়ুন :Civic Volunteer : এক্সাইড কাণ্ডের পর সিভিক ভলান্টিয়ারদের রাশ টানতে উদ্যোগী লালবাজার