কলকাতা, 12 মে : প্রায় আড়াই বছর পরে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি ফিরল বউবাজারে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারের দুর্গা পিথুরি লেনে একাধিক বাড়িতে ফাটল ধরল । রাস্তাতেও ফাটল ধরেছে বলে জানা গিয়েছে (House Cracked in Durga Pithuri Lane Bowbazar due to East-West Metro Work) । যার জেরে আতঙ্কিত বাসিন্দারা । রাতেই ঘটনাস্থলে যান মেট্রোর আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন ৷
2019-এর সেপ্টেম্বরে বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং-এর সময় দু'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল ৷ ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি । ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 40 থেকে 50টি বাড়ি । রাস্তাতেও ফাটল ধরেছিল । এক রাতের মধ্যেই ভিটে-বাড়ি ছাড়া হয়েছিলেন বহু মানুষ । সম্পূর্ণ ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়ি । হোটেলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা । পরে ক্ষতিপূরণ দেওয়া হয় ।
এই ঘটনার পর আইনি জটিলতা ও জল অনেকটা গোড়াবার পরে আবার শুরু হয়েছিল খনন কাজ । সেই সময় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর বিশেষজ্ঞ দলের প্রধান জন ইন্ডিকট জানিয়েছিলেন, বৌবাজার থেকে শিয়ালদা পর্যন্ত কাজ ফের শুরু হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বজায় রেখেই কাজ চলবে । বর্তমানে যে 9 কিলোমিটার অংশে কাজ চলছিল তা ছিল প্রায় শেষের মুখেই । তারপরেই বুধবার রাতে ফের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয় ৷