কলকাতা , 5 মে : ত্রাণ বিলি করার সময় উত্তর দমদমের বিশরপাড়া এলাকায় তৃণমূলের এক গোষ্ঠীর ওপর হামলা চালাল আরেক গোষ্ঠী। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান শেখ নাজিমুদ্দিনের অনুগামীদের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ । অভিযোগের প্রতিবাদে আজ উত্তর দমদমের বিশরপাড়ার তেঁতুলতলায় অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল কর্মীরা। পুলিশ এবং উত্তর দমদমের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান বিশ্বাসকে ঘিরে বশির ও বাপ্পা নামে দুই হামলাকারীকে আজ গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারীরা। বিধান বিশ্বাস ও পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।
বিশরপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
উত্তর দমদমের বিশরপাড়া এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বিশরপাড়ার তেঁতুলতলায় অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল কর্মীরা। বিধান বিশ্বাস ও পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ ।
স্থানীয় তৃণমূল নেতা অপরেশ ঘোষ গতকাল তার বাড়ির কাছে তেঁতুলতলায় ত্রাণ বিলি করছিলেন। দুস্থ মানুষদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিলি করতে গেলে শেখ নাজিম উদ্দিনের অনুগামী বলে পরিচিত বশির এবং বাপ্পা তাঁকে মারধর করে বলে অভিযোগ। ত্রাণ নিতে আসা মানুষদের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে ।
এলাকার স্থানীয়দের অভিযোগ , শেখ নাজিমউদ্দিন এলাকায় কোনও দুস্থ মানুষদের সাহায্য করছেন না। আর এরই প্রতিবাদে আজ দুপুরে তৃণমূল কর্মীরা তেঁতুলতলায় অবস্থান-বিক্ষোভ শুরু করে। পার্টির কর্মীরা এভাবে বিক্ষোভ দেখানোয় পার্টির বদনাম হচ্ছে ভেবে ঘটনাস্থানে আসেন তৃণমূল নেতা বিধান বিশ্বাস। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বশির এবং বাপ্পাকে গ্রেপ্তারের দাবিতে দাবি জানায় বিক্ষোভকারীরা। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরে উঠে যায় অবস্থান-বিক্ষোভ।