কলকাতা, 26 ফেব্রুয়ারি: আলিপুর চিড়িয়াখানা থেকে রহস্যজনকভাবে চুরি গেল তিনটি বিরল প্রজাতির বিদেশি পাখি । যার বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি ।
আলিপুর চিড়িয়াখানা সূত্রের খবর, সেই খাঁচাতে বেশকিছু একই প্রজাতির পাখি ছিল । তার মধ্যে তিনটি পাখি অসুস্থ ছিল । সেই পাখি গুলিকে অন্য একটি খাঁচায় রাখা হয়েছিল। অভিযোগ খাঁচার নেট নিখুঁতভাবে কেটে তিনটি পাখিকে বের করে নিয়ে যাওয়া হয়েছে । আলিপুর চিড়িয়াখানা তরফে অভিযোগ, সংশ্লিষ্ট খাঁচার 50 মিটারের মধ্যে দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিলেন। তাঁদের থাকাকালীন কীভাবে বাইরে থেকে এসে কেউ নেট কেটে বিরল প্রজাতির পাখি নিয়ে যেতে পারে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।