পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি বিরল প্রজাতির 3 পাখি

রহস্যজনকভাবে চুরি হয়ে গেল আলিপুর চিড়িয়াখানার বিরল প্রজাতির বিদেশি পাখি। সেগুলির দাম প্রায় লক্ষাধিক টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

birds-theft-from-alipur-zoo
আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি বিরল প্রজাতির 3 পাখি

By

Published : Feb 26, 2021, 9:02 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আলিপুর চিড়িয়াখানা থেকে রহস্যজনকভাবে চুরি গেল তিনটি বিরল প্রজাতির বিদেশি পাখি । যার বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি ।

আলিপুর চিড়িয়াখানা সূত্রের খবর, সেই খাঁচাতে বেশকিছু একই প্রজাতির পাখি ছিল । তার মধ্যে তিনটি পাখি অসুস্থ ছিল । সেই পাখি গুলিকে অন্য একটি খাঁচায় রাখা হয়েছিল। অভিযোগ খাঁচার নেট নিখুঁতভাবে কেটে তিনটি পাখিকে বের করে নিয়ে যাওয়া হয়েছে । আলিপুর চিড়িয়াখানা তরফে অভিযোগ, সংশ্লিষ্ট খাঁচার 50 মিটারের মধ্যে দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিলেন। তাঁদের থাকাকালীন কীভাবে বাইরে থেকে এসে কেউ নেট কেটে বিরল প্রজাতির পাখি নিয়ে যেতে পারে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

আরও পড়ুন:কোরোনার জেরে নজরদারি বাড়ছে আলিপুর চিড়িয়াখানায়

গোটা ঘটনায় স্থানীয় ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details