কলকাতা, 12 ডিসেম্বর: দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু (Bipin Rawat death) নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট (offensive posts over Rawat death) দেখে তৎপর হল কলকাতা পুলিশ ৷ সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা ফেসবুক-সহ অন্যান্য সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবিষয়ে অভিযোগ জানান ৷ দ্রুত ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়াগুলিও ৷ রাওয়াতকে নিয়ে আপত্তিকর পোস্টগুলি তুলে নেওয়া হয়েছে ৷
বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যুর পর ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস উদযাপন করতে দেখা যায় বেশ কিছু নেটিজেনদের । সেই আপত্তিকর পোস্ট নজরে আসে কলকাতা পুলিশের (Kolkata Police takes action) সাইবার ক্রাইমের আধিকারিকদের । অধিকাংশ পোস্টই ছিল ফেসবুকে ৷ তাছাড়াও কলকাতা পুলিশের হান্ড্রেড ডায়ালে ফোন করে একাধিক মানুষ এই নিয়ে অভিযোগ জানান । এরপরেই ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ । তার কয়েক ঘণ্টার মধ্যেই আপত্তিকর পোস্টগুলি সরিয়ে নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে আজ শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের
এই ঘটনায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাইবার) বিদিশা কালিতা বলেন, "বেশ কিছু আপত্তিকর ফেসবুক পোস্ট আমাদের নজরে আসে ৷ তাছাড়াও টেলিফোনে আমাদের কাছে শহরবাসী অভিযোগ করেন ৷ এরপরেই আমরা দ্রুত ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি । তারপরই সংশ্লিষ্ট পোস্টগুলি তুলে নেওয়া হয়েছে ।" টুইটার, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গেও তাঁরা কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷