কলকাতা, 26 সেপ্টেম্বর: ধাপায় পচনশীল বর্জ্য (Decomposable Waste) থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সিএনজি গ্যাস ৷ পচনশীল আবর্জনাকে পুনর্ব্যবহারযোগ্য করেই তৈরি করা হবে এই গ্যাস (Bio CNG Gas Production Plant) ৷ একটি বেসরকারি সংস্থার সাহায্য এর জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷ সোমবার সেই বায়ো সিএনজি গ্যাসের উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ (জঞ্জাল সাফাই) দেবব্রত মজুমদার, মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার সহ-জঞ্জাল সাফাই বিভাগের আধিকারিকরা ৷
এখন প্রতিদিন 5 টন জঞ্জাল থেকে 160 কেজি বায়ো সিএনজি উৎপাদন করা হবে ৷ যা দিয়ে বিভাগের 5টি গাড়ি চালানো হবে ৷ ভবিষ্যতে প্রতিদিন 500 টন জঞ্জাল থেকে গ্যাস উৎপাদনের লক্ষমাত্রা নেওয়া হয়েছে ৷ প্রকল্পটি তৈরি করতে ও আগামী পাঁচ বছরের জন্য ‘অপারেশন কস্ট’ বা ইউনিট চালানোর খরচ এবং রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হচ্ছে ৷