পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bio CNG Gas Production Plant: ধাপায় চালু হল পচনশীল বর্জ্য থেকে বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের প্লান্ট

এ বার শহরের পচনশীল বর্জ্য (Decomposable Waste) থেকে তৈরি হবে বায়ো গ্যাস ৷ আজ ধাপায় বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের প্লান্টের (Bio CNG Gas Production Plant) উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

bio-cng-gas-production-plant-from-decomposable-waste-starts-in-dhapa
bio-cng-gas-production-plant-from-decomposable-waste-starts-in-dhapa

By

Published : Sep 26, 2022, 8:50 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: ধাপায় পচনশীল বর্জ্য (Decomposable Waste) থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সিএনজি গ্যাস ৷ পচনশীল আবর্জনাকে পুনর্ব্যবহারযোগ্য করেই তৈরি করা হবে এই গ্যাস (Bio CNG Gas Production Plant) ৷ একটি বেসরকারি সংস্থার সাহায্য এর জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷ সোমবার সেই বায়ো সিএনজি গ্যাসের উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ (জঞ্জাল সাফাই) দেবব্রত মজুমদার, মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার সহ-জঞ্জাল সাফাই বিভাগের আধিকারিকরা ৷

এখন প্রতিদিন 5 টন জঞ্জাল থেকে 160 কেজি বায়ো সিএনজি উৎপাদন করা হবে ৷ যা দিয়ে বিভাগের 5টি গাড়ি চালানো হবে ৷ ভবিষ্যতে প্রতিদিন 500 টন জঞ্জাল থেকে গ্যাস উৎপাদনের লক্ষমাত্রা নেওয়া হয়েছে ৷ প্রকল্পটি তৈরি করতে ও আগামী পাঁচ বছরের জন্য ‘অপারেশন কস্ট’ বা ইউনিট চালানোর খরচ এবং রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হচ্ছে ৷

এ দিন এই উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আজকের দিনটা গর্বের ৷ এই সিএনজি উৎপাদন কেন্দ্র নতুন দিগন্ত খুলে দেবে কলকাতা শহরের জন্য ৷ রাজ্যর সর্বত্র যাতে ভ্যাট ফ্রি করা যায় সেই লক্ষ্য রয়েছে ৷ 2024 সালের মধ্যে ভ্যাট ফ্রি করার লক্ষ্য রয়েছে ৷ বায়ুদূষণ মুক্ত করতে কলকাতা পৌরনিগমের সমস্ত গাড়ি সিএনজি ইঞ্জিনের করা হবে ৷

ধাপায় চালু হল পচনশীল বর্জ্য থেকে বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের প্লান্ট

আরও পড়ুন:কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ভিন্নমত মেয়র ও ডেপুটি মেয়র

মেয়র পারিষদ জঞ্জাল দেবব্রত মজুদার জানিয়েছেন, ধাপায় ময়লার পাহাড় আর থাকবে না ৷ যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই সেখানে অপচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে জানালা-দরজা, ফুলের টব, ফুলদানি, টেবিল সহ-নানা ধরনের ছোট-বড় সামগ্রী তৈরির ইউনিট খোলা হয়েছে ৷ এ বার এখানে নতুন করে সংযোজন হচ্ছে পরিবেশবান্ধব বায়োগ্যাস ৷

ABOUT THE AUTHOR

...view details