কলকাতা, 7 জুন :কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কয়লা পাচার ও গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র (Binay mishra)। পাশাপাশি তাঁর অন্তর্বর্তী জামিনের সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবীর সিদ্ধার্থ লুথরা । যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে ।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, "2018 সালের 5 সেপ্টেম্বর থেকে বিনয় মিশ্র অন্য দেশের বাসিন্দা । তারপরও তাঁর বিরুদ্ধে মামলা করেছে সিবিআই । এফআইআর-এ বিনয় মিশ্রের নাম নেই । লাক-আউট নোটিশ এখনও প্রত্যাহার করা হয়নি । করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সে মামলার শুনানির অনুমতি দিয়েছে অভিযুক্তদের । বিনয় মিশ্রকেও সেই সুযোগ দেওয়া হোক ।"
অন্যদিকে, সিবিআই মামলার শুনানি 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আগামী বুধবার ফের তিনি মামলাটি শুনবেন ৷ এ ছাড়া অন্য কোনও নতুন নির্দেশ মামলায় দেওয়া হচ্ছে না ।