কলকাতা, 26 মে : রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাত নতুন নয় । রাজ্যের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এই ক্ষেত্রে রাজ্যপাল এবং বিধানসভার অধ্যক্ষকে পরস্পরের বিরুদ্ধে বারবারই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ।
বৃহস্পতিবার আরও একবার সেই চিত্র প্রকাশ্যে এল । হাওড়া পৌরনিগম বিল (Howrah Municipal Corporation Bill) পাসে দীর্ঘসূত্রিতা নিয়ে আবারও রাজ্যপালকে একহাত নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Speaker Biman Banerjee) । এ দিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, ‘‘হাওড়া বিলটি রাজ্যপালের কাছে গিয়েছে দীর্ঘদিন । এখনও তা নিয়ে রাজভবনের তরফে কোনও জবাব আসেনি । এক্ষেত্রে তিনি নয় অনুমোদন দেবেন অথবা সেটি নিয়ে কোনও রেকমেন্ডেশন থাকলে সেই রেকমেন্ডেশন পাঠাবেন । না হলে তিনি সেটিকে আপহোল্ড করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন । উনি কী করেছেন, তা তিনি জানেন ।’’
এখানেই শেষ নয় বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘তিনি (রাজ্যপাল) বিধানসভায় আসেন । লবিতে দাঁড়িয়ে প্রেস মিট করে যান । আর বলেন কোনও বিল আমার কাছে পেন্ডিং নেই । কিন্তু আমাদের বিধানসভাতে এখনও পর্যন্ত ওই (হাওড়া পৌরনিগম বিল) বিলের সম্পর্কে কোনও জবাব আসেনি । আমরা জানি না এই বিলের ভবিষ্যৎ কী হল ! এক্ষেত্রে বিধানসভাই প্রথম জায়গা যেখানে জানাতে হয় । এখান থেকেই বিল রাজ্যপালের কাছে যায় । কাজেই বিলের ভাগ্য কী হল, সেটাও আমাদের কাছেই আসার কথা । এই বিষয়ে আমরা অন্ধকারে ।’’