কলকাতা, 6 জুলাই: রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যানের (Left Front Chairman) পদে বহাল থাকছেন বিমান বসু (Biman Bose) ৷ সূত্রের খবর, বাম শরিকরা সকলেই বিমানকে আরও একবার নেতৃত্বে পেতে চাইছে ৷ এমনকী, বিমান নিজেও এই প্রস্তাবে রাজি হয়েছেন ৷ শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটুকুই যা বাকি রয়েছে ৷
প্রসঙ্গত, 'বয়স-নীতি' মেনে দলের অন্যান্য সব পদ থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন এই প্রবীণ সিপিএম নেতা ৷ কিন্তু, নেতৃত্বের প্রশ্নে ফ্রন্ট এখনও অশীতিপর বিমানের উপরেই আস্থা রাখছে ৷ মঙ্গলবার সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ কিন্তু, বিমান নিজে পদে বহাল থাকতে রাজি হবেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল ৷ তবে, সেই সন্দেহ ইতিমধ্য়েই দূর হয়েছে ৷ বিমান ফের একবার বামফ্রন্ট চেয়ারম্য়ানের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন বলে দাবি সূত্রের ৷ বুধবার রাজ্য কমিটির বৈঠক শেষ হলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন ৷