কলকাতা, 10 অক্টোবর : বাংলার মানুষকে শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) । পুজো উদ্যোক্তারা তাঁদের বিপুল ব্যয়ের একটি অংশ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কাজে যাতে ব্যবহার করেন তার আবেদন জানিয়েছেন বিমান বসু ।
বিমানের আবেদন, "বছরের একটি বড় উৎসব দুর্গাপুজো । এক শ্রেণির মানুষের কাছে এটা আয়ের উৎসও বটে । বর্তমানে দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি তাতে মানুষের মধ্যে ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা প্রয়োজন । বিশেষ করে এই উৎসবে সমাজের সব অংশের মানুষ সামিল হন । তাঁদের মধ্যে প্রেম-ভালোবাসা, ঐক্য, সংহতিও সেইভাবে গড়ে তোলা উচিত । এবার বন্যা পরিস্থিতি রয়েছে । বন্যা পরিস্থিতিতে কয়েকটি জেলা এখনও জলমগ্ন । এই অবস্থায় এই এলাকাগুলির মানুষের কাছে খাবার, পানীয় জল পৌঁছানো এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা হওয়া উচিত ৷ উৎসবের দিনগুলোতে যাতে তাঁরা একটু শান্তিতে থাকতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত । আমার মনে হয়, পুজো উদ্যোক্তাদের তরফে এই উদ্যোগ নেওয়া উচিত । পুজোয় অনেক অর্থ ব্যয় হয় ৷ তার থেকে কিছু অংশ বন্যা দুর্গতদের স্বার্থে ব্যয় হোক, এটা চাইব ৷"