পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের স্মরণসভায় বিরোধীদের সমালোচনায় সরব অধ্যক্ষ - বিধানচন্দ্র রায়

শুক্রবার ছিল ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস ৷ বিধানসভায় (West Bengal assembly) এই উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয় ৷ সেখানে বিরোধী বিজেপি অনুপস্থিত থাকায় তাদের সমালোচনায় সরব হন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee) ৷

Biman Banerjee criticize opposition at West Bengal assembly during Bidhan Chandra Roy birth anniversary
Bidhan Chandra Roy: বিধানচন্দ্র রায়ের স্মরণসভায় বিরোধীদের সমালোচনায় সরব অধ্যক্ষ

By

Published : Jul 1, 2022, 6:44 PM IST

কলকাতা, 1 জুলাই: বিধানসভায় (West Bengal assembly) বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালনকে কেন্দ্র করে বিরোধী দল এবং রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee) ৷ শুক্রবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই সাম্প্রতিক সময়ে প্রধান বিরোধী দল বিজেপি-র ভূমিকার সমালোচনা করেছেন তিনি ৷ একইসঙ্গে জানতে চেয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসাবে রাজ্যপালের ভূমিকা নিয়ে যখন লাগাতার প্রশ্ন উঠছে, তখন কেন পদ আঁকড়ে রেখেছেন তিনি ! যেহেতু রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে আইনজীবী, তাই বিচারপতিদের উদাহরণ তুলে রাজ্যপালকে বেঁধেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, কোনও মামলায় কোনও বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে সঙ্গে সঙ্গে সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি ৷ অথচ, আচার্য হিসাবে রাজ্যপালের ভূমিকা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন সেই ভূমিকা পালন করছেন না ধনকড় ৷

প্রসঙ্গত, পয়লা জুলাই চিকিৎসক দিবস ৷ এদিনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী এবং মৃত্যুবার্ষিকী ৷ সেই উপলক্ষে বিধানসভায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ বিধানসভার অন্দরেই প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধায়করা ৷ উপস্থিত ছিলেন শাসকদলের বিধায়ক তাপস রায়, অপূর্ব সরকার-সহ অন্যরা ৷ কিন্তু, মূল অনুষ্ঠানের সময় সেখানে গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা-সহ অন্য বিরোধী বিধায়করা ৷ আর সেই কারণেই এদিন বিরোধী দলের সমালোচনা করে সরব হন বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Bidhan Chandra Roy: আবির্ভাব ও প্রয়াণ দিবসে বিধানচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের

বিমান বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে তাঁরা যেভাবে অনুষ্ঠানে সামিল হতে আসেন, অন্য কারও ক্ষেত্রে তাঁরা সেই সম্মান জানাতে আসেন না ৷ এই নিয়ে অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধিতা থাকলেও অতীতে বিভিন্ন সময় রাজ্যের প্রয়োজনে এক মঞ্চে দেখা যেত বিরোধী দল এবং শাসক শিবিরকে ৷ কিন্তু এখন সেই ছবি কোথায় ! এদিন সিদ্ধার্থশংকর রায় এবং জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনেন অধ্যক্ষ ৷ তিনি বলেন, রাজ্যের প্রয়োজনে একসঙ্গে দিল্লিতে দরবার করতেও তাঁরা দ্বিধা করতেন না ৷ বর্তমান বিরোধী দলের মধ্যে সেই ভাবনাও নেই।

বিরোধীদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ ৷

অধ্যক্ষের এই সমালোচনার পর পালটা জবাব দিয়েছে বিজেপি ৷ তাদের পরিষদীয় দলের সদস্য অগ্নিমিত্রা পাল এই প্রসঙ্গে বলেন, আমি জানি না মাননীয় অধ্যক্ষ কেন এই কথা বলছেন ! সব সময় তিনি একটি স্পেশাল চশমা দিয়ে আশেপাশের বিষয়গুলি দেখেন ৷ আমাকে অফিস থেকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসতে বলা হয়েছিল ৷ কিন্তু পরিবারের একজন অসুস্থ থাকায় আমি আসতে পারিনি ৷ এরপরই অগ্নিমিত্রা পাল বলেন, সম্মান কীভাবে দিতে হয়, তা অধ্যক্ষ বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা শিখব না ৷

ABOUT THE AUTHOR

...view details