কলকাতা, 19 অক্টোবর:সাংসদ-বিধায়কদের কটূ কথার প্রতিযোগিতা নিয়ে অসন্তুষ্ট রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সরাসরি নাম না করলেও এই বিষয়টিকে যে তিনি ভালো ভাবে দেখছেন না, তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি । বিশেষ করে দলের গুরুদায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তিনি । বুধবার রাজ্য বিধানসভায় এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker on TMC Factionalism)। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের বাক-সংযমের আর্জি জানালেন তিনি ।
সম্প্রতি নানা বিষয়ে একে-অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূলের দুই শীর্ষ নেতা তাপস রায় (Tapas Roy) ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে (Sudip Bandyopadhyay)৷ বিপক্ষকে বিদ্ধ করতে 'ডোবারম্যান', 'সাদা হাতি' - উঠে এসেছে এমন নানা তকমা ৷ তাপস বা সুদীপের নাম উল্লেখ না করলেও বুধবার বিধানসভার অধ্যক্ষ বিধায়ক-সাংসদদের কটূ কথা নিয়ে সরব হয়েছেন ৷ তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে যেভাবে কটূ কথার প্রতিযোগিতা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । যদিও এমন বক্তব্য প্রকাশের পর এটাকে তাঁর ব্যক্তিগত অভিমত বলে জানিয়েছেন তিনি । বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে, দলের বিধায়ক ও সাংসদদের মধ্যে এ ধরনের আক্রমণ প্রতি-আক্রমণের ঘটনা ভালো হচ্ছে না । মনে হচ্ছে কটূ কথার উত্তর কটূ কথা দিয়েই দিতে হবে ! সকলেই যেন একটা প্রতিদ্বন্দিতায় নেমে গিয়েছেন । দলের ওই নেতাদের প্রতি তাঁর অনুরোধ, এগুলি থেকে বিরত থাকলেই ভালো হয় ।
বিধানসভার অধ্যক্ষ বলেন, "আমি কারও নাম ধরে কিছু বলব না । বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতানেত্রীরা একে-অপরের বিরুদ্ধে কটূ কথা বলছেন । আমার মনে হয় এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত ।"