কলকাতা, 8 জুন : মুকুল রায়ের দলত্যাগের অভিযোগ ফের খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee again Dismisses Anti Defection Case against Mukul Roy) ৷ বুধবার মুকুল-মামলার রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক ৷ ফলে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে যে বিতর্ক চলছিল, তা অব্যাহতই রইল ৷
2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) মুকুল রায় (Mukul roy) জিতেছিলেন পদ্ম-প্রতীকে ৷ ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যে তিনি তৃণমূল (Trinamool Congress) ভবনে গিয়ে যোগদান করেন ঘাসফুল শিবিরে ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷
মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ বিজেপির তরফে জমা পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) কাছে ৷ প্রথম দফায় এটা নিয়ে 12টি শুনানি করেন অধ্যক্ষ ৷ তার পর মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তিনি ৷