কলকাতা, 7 জুন: ছাত্র নেতা আনিশ খানের (Anish Khan) মৃত্য়ু নিয়ে কোনও তদন্তই করেনি পুলিশ! তাই এই ঘটনার (Anish Khan Death Controversy) অবিলম্বে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ৷ মঙ্গলবার একথা বলেন আনিশ খানের পরিবারের আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ৷ যদিও রাজ্যের বক্তব্য, আনিশ খানের মৃত্যুর ঘটনায় রাজ্যের পুলিশকে কাঠগড়ায় তোলা হলেও তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগই প্রমাণিত হয়নি ৷ তাই পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখা উচিত ৷ প্রসঙ্গত, ছাত্র নেতা আনিশ খানের মৃত্যুরহস্য এবং তার তদন্ত প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে ৷ এদিনই সেই মামলার শুনানি শেষ হয় ৷ সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)৷
ছাত্র নেতা আনিশ খানের মৃত্যুতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে ৷ কিন্তু, এই ঘটনায় কার্যত রাজ্যের পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছে ৷ কলকাতা হাইকোর্টে আনিশের পরিবারের হয়ে মামলা লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ এদিন তিনি বলেন, "আনিশ খানের মৃত্যুরহস্য উদ্ঘাটনে সিট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ৷ তাই, অন্য কোনও এজেন্সি দিয়ে এই ঘটনার তদন্ত করা দরকার ৷"
বিকাশের বক্তব্য, "রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল পুলিশকে একটা সুযোগ দিতে বলেছিলেন ৷ কিন্তু, ঘটনার সময় পুলিশ কেন আনিশের বাড়ি গিয়েছিল, কীভাবে আনিশের মৃত্যু হয়েছিল, সেসব প্রশ্নের উত্তর আজও অধরা ৷ সূত্রের দাবি, আনিশ খান যাতে পালাতে না পারেন, তার জন্যই নাকি পুলিশ পাশের বাড়ির ছাদে উঠেছিল ৷ কিন্তু, আসলে কী ঘটেছিল, তা আজও স্পষ্ট নয় ৷ পুলিশের তদন্তে এইসব কোনও প্রশ্নেরই জবাব মেলেনি ৷"