কলকাতা, 9 এপ্রিল : রাজ্য সরকারের বিরুদ্ধে চলা সিবিআই-ইডি তদন্তের প্রত্যেকটিই শুরু হয়েছে রাজ্যের বামপন্থীদের উদ্যোগে ৷ একটিও তদন্তের উদ্যোগ কেন্দ্রীয় সরকার নেয়নি ৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিবিআই-ইডি তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন, তা একেবারেই ঠিক নয় ৷ এমনটাই জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya slams Mamata Banerjee) ৷
সিপিএমের রাজ্যসভার সাংসদ বলেন, ‘‘রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতিতে দোষীরা আড়ালে থেকে যাচ্ছেন ৷ তাঁদের শাস্তির দাবিতে একমাত্র বামপন্থীরাই লড়াই করে চলেছে । আদালতে বামেদের করা বিভিন্ন মামলার পরেই কেন্দ্রীয় সংস্থাকে সংশ্লিষ্ট মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ৷ কেন্দ্র এবং রাজ্য দু'পক্ষই দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে ।’’