কলকাতা, 21 জুলাই: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন?' বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চ থেকে সিপিএমের আইনজীবী নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এভাবেই দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিকাশরঞ্জনকে মুখ্যমন্ত্রীর এদিনের এই আক্রমণ বঙ্গ রাজনীতিতে নয়া মত্রা যোগ করেছে ৷
21 জুলাইয়ের সভামঞ্চ থেকে এদিন নিজেই বিভিন্ন মামলার জেরে শিক্ষক-সহ বিভিন্ন চাকরির নিয়োগ আটকে থাকার প্রসঙ্গটি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মামলার জন্য তিনি নিশানা করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Mamata Banerjee attacks ex kolkata mayor Bikash Ranjan Bhattacharya) ৷ মুখ্যমন্ত্রী বলেন, "মামলা চলার কারণেই চাকরি দিতে পারছি না ।" সিপিএম আমলে চাকরি বিক্রি হতো দেড় লাখ টাকায়, এমন অভিযোগও করেন মমতা ৷ এরপরেই কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "সাধু পুরুষ! ভাজা মাছটা উলটে খেতে জানেন না এমন ভাব করেন । আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? যাঁদের সার্টিফিকেট দিয়েছিলেন তাঁরা কী পাওয়ার যোগ্য ছিল? ফাইলটা একটু খুলুন । আপনি দেখবেন না আমি দেখাব? আমরা বলেছি, বদলা নয় বদল চাই ৷"