কলকাতা, 22 জুন: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী হিসাবে সর্বসম্মতভাবে যশবন্ত সিনহার (Yashwant Sinha) নাম ঘোষণা করেছে বিরোধী শিবির (Opposition) ৷ বামেরাও সেই প্রক্রিয়ার বাইরে নয় ৷ অথচ, যশবন্তকে নাকি মানতেই পারছেন না বঙ্গ সিপিএম-এর নিচুতলার কর্মীদের একাংশ ! এমনকী, দলের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya), রাষ্ট্রপতি নির্বাচনে যিনি বামেদের প্রতিনিধি হিসাবে ভোটদানও করবেন, সেই তিনিও 'একদা বিজেপি নেতা' যশবন্ত সিনহাকে বিরোধী শিবিরের প্রার্থী হিসাবে মানতে পারছেন না বলে দাবি করা হচ্ছে ! ফলে এ নিয়ে কানাঘুষো শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে ৷ বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়াতেও চলছে নানা জল্পনা ৷
সিপিএম সূত্রে খবর, বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে যাতে কোনও বিরূপ মন্তব্য করা না হয়, তেমন নির্দেশ দিয়ে মঙ্গলবারই আলিমুদ্দিনে বার্তা পাঠিয়েছে রাজধানীর এ কে গোপালন ভবন ৷ তারপরও অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে ৷ দলের নিচুস্তরের কর্মীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হওয়ার প্রসঙ্গ তুলে ধরছেন অনেকে ৷ অনেকে কটাক্ষ করে ফেসবুকে লিখছেন , "রাজনীতি দিয়ে তেল মালিশের নীতির বিচার হোক ৷ কোন নীতি দিয়ে ফেরাব আমরা ছিতামণির চোখ ?"
আরও পড়ুন:Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা