পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bikash Mishra: কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র - বিকাশ মিশ্র

বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে । 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কয়লাপাচার কাণ্ডে অন্যতম মূল চক্রী বিকাশ মিশ্র (Bikash Mishra got Conditional Bail) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 30, 2022, 3:06 PM IST

Updated : Sep 30, 2022, 3:52 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: শর্তসাপেক্ষে কয়লাপাচার কাণ্ডে জামিন পেলেন বিকাশ মিশ্র । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে । এছাড়াও পাসপোর্ট জমা রাখতে হবে । 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কয়লাপাচার কাণ্ডের অন্যতম মূল চক্রী (Bikash Mishra got Conditional Bail)।

গতবছরের 9 ডিসেম্বর অ্যারেস্ট হয় বিকাশ মিশ্র । তারপর লিভারের সমস্যায় দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । 9 জুন গরুপাচার মামলায় জামিন পান তিনি । শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে আসানসোল বিশেষ সিবিআই আদালত । তবে কয়লাপাচার মামলায় জামিন না-মেলায় এতদিন জেলেই ছিলেন তিনি ।

আরও পড়ুন: বিকাশ মিশ্রের অসুস্থতা জানতে এইমসে যাবে সিবিআই

এদিন জামিনে একাধিক শর্ত আরোপ করেছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ :

  • 5 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন বিকাশ
  • আপাতত দেশ ছাড়তে পারবেন না তিনি
  • পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে
  • তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে
  • তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে
  • থাকতে হবে কলকাতা পৌর এলাকার মধ্যে
  • কয়লাপাচার মামলার শুনানির সময় আসানসোল কোর্টে উপস্থিত থাকতে হবে
  • চিকিৎসার জন্য কোথাও যেতে হলে সিবিআইয়ের অনুমতি নিতে হবে
Last Updated : Sep 30, 2022, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details