কলকাতা, 9 অগস্ট: ভিন রাজ্যে তদন্ত গিয়ে ফের বাধার মুখে পড়তে হল কলকাতা পুলিশকে (Bihar-Kolkata Police tug of war)। চলতি বছরের জানুয়ারি মাসে বেলেঘাটায় এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিহারের (Bihar Police) রকসৌল থেকে গ্রেফতার করা হয় রাজকুমার রায় ওরফে মিরাজ নামে এক ব্যক্তিকে (Under trial prisoner flees jail)।
অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান । গতকাল বিকেলে বিহারের পূর্ব চম্পারণ থানার সহযোগিতায় ওই দুষ্কৃতীকে ফের গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ কিন্তু, নিয়ম অনুযায়ী ওই অভিযুক্তকে কলকাতা পুলিশ সেখানকার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার কথা । কিন্তু লালবাজার সূত্রের খবর, স্থানীয় চম্পারণ থানার তরফ থেকে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে চাইতে শুরু করেছে বিহার পুলিশ ।
লালবাজারের দাবি, ওই ব্যক্তিকে অন্য একটি মামলায় নিজেদের হেফাজতে চাইতে শুরু করে দিয়েছে বিহার পুলিশ এবং কলকাতা পুলিশকে ওই দুষ্কৃতীকে হেফাজতে নিতে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে । এই মর্মে এ বার সঠিক কী আইনি প্রক্রিয়া নেওয়া সম্ভব, সেই নিয়েই লালবাজারে বসেছে বৈঠক । জানা গিয়েছে, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার পদমর্যাদার দুই আধিকারিক বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন । তবে এই বিষয়ে বিহার পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।