পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP State Committee: বিজেপি'র রাজ্য কমিটিতে রদবদল, আস্থা নতুন মুখে - BJP State Committee

বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল (changes in WB BJP State Committee) ৷

BJP State Committee
বিজেপি'র রাজ্য কমিটিতে রদবদল

By

Published : Dec 22, 2021, 5:45 PM IST

Updated : Dec 22, 2021, 8:17 PM IST

কলকাতা, 22 ডিসেস্বর : বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল করা হল ৷ নিজেদের পুরনো পদ থেকে সরিয়ে নয়া দায়িত্ব দেওয়া হল সৌমিত্র খাঁ ও অগ্নিমিত্রা পলকে ৷ সৌমিত্রর জায়গায় রাজ্য বিজেপি যুব মোর্চার নয়া সভাপতি হলেন ইন্দ্রনীল খাঁ ৷ মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পলকেও ৷ সেই পদে এলেন তনুজা চক্রবর্তী । সাধারণ সম্পাদক পদে থেকে সরিয়ে দেওয়া হল সায়ন্তন বসুকেও ৷ রাজ্য বিজেপি'র সভাপতি পদে সুকান্ত মজুমদার আসার পর এই প্রথম রদবদল হল দলের রাজ্য কমিটিতে ৷ 2021 বিধানসভা নির্বাচন ও সদ্য সমাপ্ত কলকাতা পৌরভোটে বিজেপির শোচনীয় ফলাফলের পর, এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

বিজেপি'র নতুন রাজ্য কমিটিতে এবার জায়গাই পেলেন না সায়ন্তন বসু, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও রাজকমল পাঠক । দলীয় সূত্রে খবর, সায়ন্তন বসুকে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে । বিজেপি'র এবারের রাজ্য কমিটিতে উত্তরবঙ্গকে প্রাধান্য দেওয়া হয়েছে । যা কার্যত নজীরবিহীন । দক্ষিণবঙ্গের তুলনায় বিজেপির উত্তরবঙ্গের সংগঠন খুবই শক্তিশালী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজে উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ ৷ মনে করা হচ্ছে সে কারণেই এবার দলের রাজ্য কমিটিতে গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের । পাশাপাশি, নয়া রাজ্য কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির বিধায়ক ও সাংসদদের । একাধিক গুরুত্বপূর্ণ পদে সাংসদ ও বিধায়করা জায়গা করে নিয়েছেন ।

আরও পড়ুন : দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

এই রদবদলের সবচেয়ে বড় চমক হল যুব মোর্চার সভাপতি পদ থেকে সৌমিত্র খাঁ'কে সরিয়ে সেই পদে একেবারে তরুণ মুখ ডাঃ ইন্দ্রনীল খাঁ'কে নিয়ে আসা ৷ দলের মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে অগ্নিমিত্রা পলকেও সরিয়ে দেওয়া হয়েছে ৷ এছাড়াও রাজ্য বিজেপির 5 জন সাধারণ সম্পাদক-এর মধ্যে 2 জনকে রেখে 3 জনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো আগেও ছিলেন । এবারও তাঁদের রাখা হয়েছে । এছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে ৷

যুব মোর্চা ও মহিলা মোর্চা ছাড়াও পরিবর্তন আনা হয়েছে রাজ্য বিজেপি'র অন্যান্য শাখা সংগঠনেও ৷ দলের এসসি মোর্চার মাথায় সুদীপ দাস, এসটি মোর্চার মাথায় বিধায়ক জুয়েল মুর্মু, ওবিসি মোর্চায় অজিত দাস, সংখ্যালঘু মোর্চার মাথায় চার্লস নন্দীকে বসানো হয়েছে । কেবম মাত্র দলের কিষাণ মোর্চায় মহাদেব সরকারকেই পুনরায় সভাপতি করা হয়েছে ।

আরও পড়ুন : ফল ঘোষণার পরের দিন কর্মীদের সঙ্গে নির্বাচনী হোর্ডিং খুললেন অতীন ঘোষ

রাজ্য বিজেপি'র সহ-সভাপতি পদেও একাধিক পরিবর্তন আনা হয়েছে । সেখানে নতুন মুখ রথীন বোস ও সঞ্জয় সিং । এই দু'জনই বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন । তাঁদের দু'জনকে সহ-সভাপতি করা হয়েছে । ফলে মোট 4 জন সাংসদকে সহ-সভাপতি পদে জায়গা দেওয়া হল রাজ্য বিজেপি'তে । এরা হলেন, জগন্নাথ সরকার, অর্জুন সিং, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ ৷

সহ-সম্পাদক করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ, গোপাল সাহা, গৌরিশঙ্কর ঘোষ, অশোক দিন্দা, বিমান ঘোষ, লক্ষ্মণ গড়াইকে । এছাড়াও এই পদে এসেছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, নবারুণ নায়েক । বিজেপির প্রধান মুখপত্র হিসাবে শমীক ভট্টাচার্যকে রেখে দেওয়া হয়েছে । এই রদবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নতুন কমিটি ঘোষণা করা হল । আগামী 2024 এর লোকসভা ও 2026 এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হল । প্রচুর নতুন মুখকে আমরা সামনে এনেছি । যাঁরা আগামী দিনে দলকে নেতৃত্ব দেবেন ৷"

Last Updated : Dec 22, 2021, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details