কলকাতা, 30 মে : প্রায় বেনজির ঘটনা । 4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য । অথচ সেটাই হল বিধাননগরে । প্রথমে জ্ঞানবন্ত সিংকে ফিরিয়ে দেওয়া হয় আগের পদ । পরের দিনই পালটে যায় পুলিশ কমিশনারের নাম । নবান্ন জানিয়ে দেয়, জ্ঞানবন্ত হবেন ADG LO । সেদিন ঘোষণা করা হয় বিধাননগরের পুলিশ কমিশনার হবেন নিশাত পারভেজ । মঙ্গলবার জানানো হয় নিশাতকে ফেরানো হচ্ছে পুরোনো পদে । পুলিশ কমিশনার হবেন ভরতলাল মিনা । গতকাল আবারও পরিবর্তন । ভরতলালকে পাঠানো হচ্ছে পুরোনো জায়গাতেই । অর্থাৎ তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেই বহাল থাকবেন । আর বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন, লক্ষ্মীনারায়ণ মিনা ।
4 দিনে চারবার পুলিশ কমিশনার বদল বিধাননগরে - nabanna
4 দিনে 4 বার পুলিশ কমিশনার বদল এর আগে দেখেনি রাজ্য । অথচ সেটাই হল বিধাননগরে ।
এদিকে, নির্বাচনী ফলপ্রকাশের পরদিনই ঘোষণা করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনারর সলিল চৌধুরির জায়গায় পুলিশ কমিশনার করা হচ্ছে দেবেন্দ্র প্রকাশ সিংকে । দেবেন্দ্র প্রকাশ মেদিনীপুর রেঞ্জের DIG হিসেবে কর্মরত ছিলেন । তিনদিনের মাথায় জানানো হল, তাঁকে বদলি করা হচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে । ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরি । অর্থাৎ 4 দিনে দু'বার পুলিশ কমিশনার বদল হল ব্যারাকপুরে । এদিকে হাওড়ার পুলিশ কমিশনার হলেন, ওই জেলার রুরালের পুলিশ সুপারের দায়িত্বে থাকা গৌরব শর্মা । সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তথাগত বসু । তাঁকে জলপাইগুড়ির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল । গতকাল সেই নির্দেশ বাতিল করা হয়েছে। আগের পদেই থাকবেন তথাগত । জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি থাকছেন পুরোনো পদেই । সৌম্য রায়কে করা হচ্ছে হাওড়া রুরালের পুলিশ সুপার।
কিন্তু কেন বারবার সিদ্ধান্ত বদল ? তবে কি প্রবল চাপে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে । যদিও নবান্নের তরফে এবিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।