কলকাতা, 15 সেপ্টেম্বর: বাগুইআটিতে জোড়া খুন (Baguiati kidnap case) মামলায় সরিয়ে দেওয়া হল বিধাননগরের নগরপাল (Bidhannagar CP Removed) সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)৷ তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস গৌরব শর্মাকে ৷ তিনি এতদিন ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নগরপাল । তিনি এ বার দায়িত্ব নেবেন বিধাননগর কমিশনারেটর ।
সুপ্রতিম সরকারকে করা হল এডিজি অ্যান্ড আইজিপি ট্র্যাফিক । বাগুইআটিতে জোড়া খুন কাণ্ডের তদন্তে ব্যর্থতার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন আইপিএস মহলের একাংশ । আবার আইপিএস মহলের অপর একটি অংশের দাবি, এটি শুধুমাত্র রুটিন বদলি, আর কিছুই নয় ।
সম্প্রতি বিধাননগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকায় দুই পড়ুয়ার অপহরণ এবং পরে ঠান্ডা মাথায় তাদের খুন করার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই তদন্তভার চলে যায় সিআইডির হাতে । যদিও অবশেষে এই ঘটনার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা বিভাগ । কিন্তু সেই ঘটনায় প্রশ্ন ওঠে পুলিশি সমন্বয়ে ব্যবস্থা নিয়ে ।