পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhowanipore Double Murder: কলকাতার ফ্ল্যাট বিক্রির জন্য আগাম 1 লক্ষ টাকা নিয়েছিলেন অশোক শাহ - Kolkata murder case

কলকাতার ফ্ল্যাট বিক্রির জন্য আগাম 1 লক্ষ টাকা নিয়েছিলেন অশোক শাহ ৷ ভবানীপুরে দম্পতি খুনের (Bhowanipore Double Murder) তদন্তে নেমে এটা জানতে পেরেছেন গোয়েন্দারা (Kolkata murder case)৷

bhowanipore-double-murder-ashok-shah-took-rs-1-lakh-to-sell-his-kolkata-flat
কলকাতার ফ্ল্যাট বিক্রির জন্য আগাম 1 লক্ষ টাকা নিয়েছিলেন অশোক শাহ

By

Published : Jun 8, 2022, 9:09 AM IST

কলকাতা, 8 জুন: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় পরতে পরতে দানা বাঁধছে রহস্য (Bhowanipore Double Murder)। তদন্তে নেমে মৃত দম্পতির আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, কলকাতার এই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার জন্য আগাম 1 লক্ষ টাকা এক ব্যক্তির কাছ থেকে নিয়ে ফেলেছিলেন অশোক শাহ (Ashok Shah took Rs 1 lakh)। যে ব্যক্তির কাছ থেকে তিনি এক লক্ষ টাকা আগাম নিয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা । তাহলে কি ফ্ল্যাট বিক্রির জন্য চাপ ছিল এই গুজরাতি দম্পতির উপর ?

তাছাড়াও বড়বাজার থানা এলাকায় মেহেতা বিল্ডিং-এর মতো একটি জায়গায় টর্চের ব্যাটারির ব্যবসা ছিল তাঁর (Kolkata flat)। সেই রকম জায়গায় দোকান তিনি মাত্র 18 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন অন্য একটি সংস্থাকে । মঙ্গলবার দুপুরে বড়বাজার থানা এলাকার মেহেতা বিল্ডিং-এর একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা (Kolkata murder case)।

গতকালই ওই গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহের দেহের ময়নাতদন্ত হয় এসএসকেএম হাসপাতালে । জানা গিয়েছে, রেশমি শাহের মাথার পিছনে গুলি করে খুন করা হয়েছে । পাশাপাশি ভারী ভোঁতা কোনও বস্তু দিয়ে অশোক শাহকে মেরে হত্যা করা হয়েছে । লালবাজার সূত্রে খবর, রেশমি শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ৷

আরও পড়ুন:Bhowanipore Murder Case: লুটের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

তদন্তে নেমে আপাতত লালবাজারের গোয়েন্দাদের অনুমান, সম্পত্তিগত কারণকে কেন্দ্র করেই এই খুন । ভবানীপুরের মতো একটি জনবহুল এলাকায় দুজনকে দিনে দুপুরে খুন করে আততায়ীরা ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যেতে পারল কীভাবে ? তদন্তকারীদের অনুমান, আততায়ীরা একের বেশি ছিল । পাশাপাশি তারা ওই মৃত গুজরাতি দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ । যদিও সিসিটিভি ক্যামেরা থেকে একাধিক তথ্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসেছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details