কলকাতা, 8 জুন: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় পরতে পরতে দানা বাঁধছে রহস্য (Bhowanipore Double Murder)। তদন্তে নেমে মৃত দম্পতির আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, কলকাতার এই ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার জন্য আগাম 1 লক্ষ টাকা এক ব্যক্তির কাছ থেকে নিয়ে ফেলেছিলেন অশোক শাহ (Ashok Shah took Rs 1 lakh)। যে ব্যক্তির কাছ থেকে তিনি এক লক্ষ টাকা আগাম নিয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা । তাহলে কি ফ্ল্যাট বিক্রির জন্য চাপ ছিল এই গুজরাতি দম্পতির উপর ?
তাছাড়াও বড়বাজার থানা এলাকায় মেহেতা বিল্ডিং-এর মতো একটি জায়গায় টর্চের ব্যাটারির ব্যবসা ছিল তাঁর (Kolkata flat)। সেই রকম জায়গায় দোকান তিনি মাত্র 18 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন অন্য একটি সংস্থাকে । মঙ্গলবার দুপুরে বড়বাজার থানা এলাকার মেহেতা বিল্ডিং-এর একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা (Kolkata murder case)।