কলকাতা, 29 জুলাই : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি রয়েছে ৷ কিন্তু সেই বিধিনিষেধকে উপেক্ষা করে রাতের কলকাতায় বেপরোয়াভাবে অনেককে ঘুরতে দেখা যাচ্ছে ৷ এমনকী, কিছু কিছু জায়গায় রেস্তরাঁ-বার খুলে রাখা হচ্ছে বলে অভিযোগ ৷ তেমনই একটি অভিযোগ উঠেছে কলকাতার ভবানীপুর থানা এলাকায় ৷ সেখানে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আরও পড়ুন :Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
জানা গিয়েছে যে বুধবার রাতে ভবানীপুর থানার এলগিন রোডে একটি হুক্কাবার খোলা ছিল । পাশাপাশি ওই এলাকায় এসটোন রোডের অন্য একটি হুক্কাবারেও চলছিল দেদার খাওয়া-দাওয়া । রাত 1টা নাগাদ খবর পেয়ে ওই দু’টি হুক্কাবারেই সাদা পোশাকে হাজির হয় ভবানীপুর থানার পুলিশ । অভিযোগ, পুলিশ গিয়ে দেখে ওই দুই হুক্কাবারে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে চলছে দেদার খাওয়া-দাওয়া ও হুক্কার টান । এরপরেই ওই দু’টি হুক্কাবার থেকে 10 জনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ ।