পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমফান আছড়ে পড়ার আগেই উপকূলবর্তী এলাকায় উদ্ধারকাজে ভারত সেবাশ্রম সংঘ - ভারত সেবাশ্রম সংঘ

ধেয়ে আসছে আমফান। তার আগেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় কাজ শুরু করে দিল ভারত সেবাশ্রম সংঘ।

Initiatives of Bharat Sevashram Sangha before Amphan
কলকাতা

By

Published : May 20, 2020, 1:06 AM IST

কলকাতা, 19 মে : ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় কাজ শুরু করে দিল ভারত সেবাশ্রম সংঘ। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের ঝড়ের আগেই উদ্ধার করে নিরপাদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু কর দিল তারা । এই এলাকার বাসিন্দাদের উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হয় তাদের তরফে । শুধু থাকার ব্যবস্থাই নয়, খাবার থেকে শুরু করে চিকিৎসারও বন্দোবস্তও করা হয় ।

প্রাকৃতিক দুর্যোগ সহ দেশে যে কোনও ধরনের সংকটে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি পরিষেবা দিয়ে থাকে ভারত সেবাশ্রম সংঘও। এবারও তার অন্যথা হল না। একাধিক উদ্যোগ নিল তারা । অসংখ্য মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সন্ন্যাসীরা। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামলাতেও তৈরি তাঁরা । মজুত করা হয়েছে শুকনো খাবার, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ।

আজ এই বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, "নামখানা, গঙ্গাসাগর, ঘোড়ামারা, মহেন্দ্রগঞ্জ, কাকদ্বীপ এলাকায় সংঘের শাখা রয়েছে। ইতিমধ্যে সেখানে অনেককে উদ্ধার করে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে দিঘাতেও সংঘের তরফে ঝড়ের আগেই অনেককে উদ্ধার করে একাধিক সেন্টারে রাখা হয়েছে । ঝড়ের পর যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা তথা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রয়েছেন সংঘের স্বেচ্ছাসেবকরা ।"

বিশ্বাত্মানন্দ মহারাজ আরও জানান, "ঘূর্ণিঝড় আয়লার কথা মাথায় রেখে ওই সমস্ত এলাকায় ইতিমধ্যে পর্যাপ্ত শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। পৌঁছে গেছে প্রয়োজনীয় ওষুধপত্রও।"

ABOUT THE AUTHOR

...view details