পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাওড়া-শিয়ালদায় বিঘ্নিত পরিষেবা, দমদমে বন্ধ করে দেওয়া হল মেট্রো কাউন্টার

সারা ভারতজুড়ে আজ হরতাল ৷ বাম শ্রমিক সংগঠনগুলি CAA-NRC সহ একাধিক ইশুতে পথে নেমেছে আজ ৷

By

Published : Jan 8, 2020, 7:31 AM IST

Updated : Jan 8, 2020, 3:27 PM IST

হাওড়া-শিয়ালদায় বিঘ্নিত পরিষেবা, দমদমে বন্ধ করে দেওয়া হল মেট্রো কাউন্ডার
হাওড়া-শিয়ালদায় বিঘ্নিত পরিষেবা, দমদমে বন্ধ করে দেওয়া হল মেট্রো কাউন্ডার

কলকাতা, 8 জানুয়ারি : সারা ভারতজুড়ে আজ হরতাল ৷ বাম শ্রমিক সংগঠনগুলি CAA-NRC সহ একাধিক ইশুতে পথে নেমেছে আজ ৷ সঙ্গে যুক্ত হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেত্রীর উপরে হামলার ঘটনা ৷ গেরুয়া শিবিরের দিকে উঠেছে আঙুল ৷ সবমিলিয়ে ভোর 6টা থেকেই বনধের প্রভাব পড়েছে রাজ্যে ৷ দমদম রেল স্টেশনে বুকিং কাউন্টার বন্ধ করে দেয় CPI(M)। রেল ও কলকাতা পুলিশের সামনেই বন্ধ করে দেয় ধর্মঘটীরা।

মেট্রো ও সাধারণ ট্রেনের সমস্ত বুকিং কাউন্টার বন্ধ করে দেওয়ায় বিপাকে যাত্রীরা। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে বলে শাসক দলের দিকে অভিযোগ উঠেছে। কণীনিকা ঘোষ ও দুলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ঘটনা ঘটে।

হাওড়া স্টেশনে বনধের প্রভাব

শিয়ালদা স্টেশনে সকাল থেকেই অবরোধ ৷ অবরোধ চলছে হাওড়া-ব্যান্ডেল শাখায় ৷ বর্ধমানের পাণ্ডবেশ্বরে অবরোধ চলছে ৷ এদিকে হৃদয়পুর-বারাসত স্টেশনের বোমা পড়েছে বলে খবর ৷ বিরাটি স্টেশনে অবরোধ চলছে, অবরুদ্ধ হয়ে পড়েছে বনগাঁ লাইন ৷ শিয়ালদা দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে চলছে অবরোধ ৷

Last Updated : Jan 8, 2020, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details