কলকাতা, 24 জানুয়ারি : কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে বিকল্প বিমানবন্দর তৈরির পরিকল্পনায় রাজ্য ৷ দিনকয়েক আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল ভাঙড়ে প্রস্তাবিত নয়া বিমানবন্দরের জন্য জমির সন্ধান পেয়েছে রাজ্য সরকার ৷ কলকাতা বিমানবন্দরের 40 কিলোমিটারের মধ্যে অবস্থানের কারণে রাজ্য সরকারের কাছে ভাঙড় ছিল বিশেষ পছন্দের। কিন্তু অতীতে ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলনের কথাও ভুলে যাওয়ার নয় ৷ আর সেই ইতিহাসের কথা মাথায় রেখেই ভাঙড়ে নয়া বিমানবন্দর প্রকল্প বাস্তবায়ন নিয়ে চিন্তায় নবান্ন। পাওয়ার গ্রিড বসানোকে কেন্দ্র করে ভাঙড়ের আন্দোলন যা চেহারা নিয়েছিল, তেমনটা বিমানবন্দর তৈরির ক্ষেত্রে যে হবে না তার নিশ্চয়তা নেই ৷ তাই ভাঙড়ের বিকল্প খুঁজতে ব্যস্ত রাজ্য সরকার। ইতিমধ্যেই নদিয়া জেলার কল্যাণীতে জমির সন্ধানও পেয়েছে রাজ্য (Beside Bhangar WB Government also considering Kalyani for new international airport) ।
যদিও সূত্রের খবর কেন্দ্রীয় নির্দেশ মেনে রাজ্যের প্রথম পছন্দ এখনও ভাঙড়ই । সেখানে কোনও সমস্যা হলে বিকল্প হিসাবে কল্যাণীর কথা ভাবছে নবান্ন। কলকাতা থেকে সড়কপথে কল্যাণীর দূরত্ব 54 কিলোমিটার। তবে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিমানবন্দরের জন্য জমি শনাক্তকরণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ভাঙড়-2 নম্বর ব্লকের ভোগালি-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জমি জেলা প্রশাসন শনাক্ত করেছে বলেও খবর।