পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal's First Lung Transplantation: রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন কলকাতায় - Bengals First Lung Transplantation

কলকাতার এক বেসরকারি হাসপাতালে হয়ে গেল রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন ৷ প্রায় 12 ঘণ্টার অস্ত্রোপচার করে ফুসফুসটি প্রতিস্থাপন করা হয়েছে ৷ গুজরাতের এক ব্যক্তির ব্রেন ডেথের পর তাঁর ফুসফুস বিশেষ বিমানে শহরে নিয়ে আসা হয় ৷ সেখান থেকে গ্রিন করিডর করে তা দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে গতকাল রাতে নিয়ে আসা হয় ৷

bengals-first-lung-transplantation-takes-place-in-kolkata-patient-under-observation
রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন কলকাতায়

By

Published : Sep 21, 2021, 7:32 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন করা হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ মঙ্গলবার দীর্ঘ সময় ধরে কঠিন এই অস্ত্রোপচার করে 60 বছর বয়সী ওই রোগীর শরীরে সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন করা গিয়েছে ৷ হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ৷ আপাতত ওই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

সোমবার মাঝরাত থেকে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা ৷ প্রায় 11 থেকে 12 ঘণ্টার দীর্ঘ সময়ের অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা ফুসফুস প্রতিস্থাপনের এই প্রক্রিয়াটি সম্পন্ন করে ৷ হাসপাতাল সূত্রে খবর, গুজরাতে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর দেহ থেকে এই ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে ৷ বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, ফুসফুস গ্রহীতা ওই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর ফুসফুসে নানা সমস্যা দেখা দিয়েছিল ৷ গত তিন মাস ধরে তাঁকে একমো (ECMO)-তে রাখা হয়েছিল ৷ তাঁর দু’টি ফুসফুসই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

আরও পড়ুন : Sukhibhava: শরীরের অতিরিক্ত মেদ কমাতে সহজ 3টি উপায়

বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচার আজ সকালে সফলভাবে শেষ হয়েছে এবং রোগীকে এই মুহূর্তে একমো সাপোর্টে রাখা হয়েছে ৷ চিকিৎসকদের তত্বাবধানে ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশী কি না, তা আরও বেশ কয়েকঘণ্টা পরেই বোঝা যাবে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, গুজরাতের সুরাটের বাসিন্দা এক রোগীর দেহ থেকে ওই ফুসফুস বের করার পর, তা সংরক্ষণ করে বিশেষ বিমানে গতকাল রাত সাড়ে 9টার সময় শহরে নিয়ে আসা হয় ৷ এর পর ফুসফুসটি গ্রিন করিডরের মাধ্যমে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷

আরও পড়ুন : Sukhivaba : শরীর-মন সুস্থ রাখতে মিউজিক থেরাপি উপকারী, জানাচ্ছে গবেষণা

হাসপাতালের তরফে চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধ ব্যক্তির ফুসফুস একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ এমনকি তাঁর একমো সিসটেম ঠিক মতো কাজ করছিল না ৷ সেই কারণে তাঁর অঙ্গ প্রতিস্থাপন করা খুবই জরুরি হয়ে পড়েছিল ৷ চিকিৎসকদের আশা এর পর ওই ব্যক্তি এক নতুন সুস্থ জীবন ফিরে পাবেন ৷ ফুসফুসের প্রতিস্থাপন এমন রোগীদের ক্ষেত্রেই করা হয়, যাঁরা অন্য কোনও চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন ৷ তবে, তাঁদের স্বাস্থ্যের সেভাবে উন্নতি হয় না বলেই পূর্বতন অভিজ্ঞতায় দেখা গিয়েছে ৷

আরও পড়ুন :Sukhivaba : মস্তিষ্কে রক্তক্ষরণ আলজাইমারের কারণ হতে পারে, জানাচ্ছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা

ABOUT THE AUTHOR

...view details