পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টিকিটের পর এবার রেলের মোবাইল অ্য়াপেও বাংলা ভাষা - ভারতীয় রেলে

বাংলাভাষী যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের নয়া প্রকল্পে ৷ UTS on mobile app'-এ বাংলা ভাষার সংযুক্তিকরণ ৷

UTS on mobile app'
বাংলা ভাষার সংযুক্তিকরণ

By

Published : Feb 1, 2020, 12:33 PM IST

কলকাতা, 1 ফেব্রয়ারি : বাংলাভাষীদের বোঝার সুবিধার জন্য ভারতীয় রেলের ' UTS on mobile app' টিতে বাংলা ভাষার সংযুক্তিকরণ হতে চলছে ৷ 5 ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলের UTS অ্যাপটি অপারেশন মোডে থাকতে চলছে বাংলাভাষার অপশনটিও ৷

কী এই ' UTS on mobile app' ?

ভারতীয় রেলমন্ত্রক ঘরে বসে টিকিট কাটার জন্য এই 'UTS on mobile app' পরিষেবাটি চালু করে ৷ মূলত ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমেই এই অ্যাপটিতে টিকিট বুকিং করা হত ৷

বেশ কয়েক বছর আগে পূর্ব রেলের লোকাল ট্রেনের টিকিটে স্টেশনের নাম বাংলা হরফে লেখার চল ছিল । তবে পরে তা বন্ধ করে দেওয়া হয় ৷ শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় স্টেশনের নাম লেখার রীতিটিই বজায় থাকে । টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা বন্ধ করে দেওয়ার পর 'বাংলা পক্ষ' নামে সংগঠন বিষয়টি নিয়ে বহুদিন ধরে আন্দোলন চালায় । অবশেষে তাদের আন্দোলন সফলতা পায় ৷ আবার চালু হয়েছে লোকাল ট্রেনের টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা ৷

ABOUT THE AUTHOR

...view details