কলকাতা, 2 নভেম্বর : সকাল থেকে আরও বেশ কিছুটা বাড়ল শীতের (Bengal Winter) আমেজ । তাপমাত্রার পারদ কমে স্বাভাবিকের থেকে নিচে নেমেছে । কলকাতায় তাপমাত্রার পারদ কমে 20 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে । শহরের পাশাপাশি গ্রামেও শীতের অনুভূতি বেড়েছে । সকালে হালকা কুয়াশার দাপট রয়েছে গ্রামাঞ্চলে । হেমন্তের শীতল অনুভূতি হাজির রাজ্যজুড়ে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে এই মনোরম আবহাওয়া থাকবে । আসন্ন কালী পুজো ও ভাইফোঁটাতে শীতের আমেজ বাড়বে । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । ফলে বিনা বাধায় উত্তরের ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে । শীতের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে । শ্রীনিকেতনের তাপমাত্রা কমে 17 ডিগ্রিতে এসে পৌঁছেছে । পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার পারদ কমবে আগামী 24 ঘণ্টায় । পুরুলিয়া ও বাঁকুড়াতে তাপমাত্রার পারদ 19 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে ।
আরও পড়ুন:WB By-polls : ভোট গণনা কেন্দ্রে মহুয়া মৈত্রের প্রবেশ নিয়ে সরব বিজেপি সাংসদ
উত্তরবঙ্গের জেলাগুলোতেও শীতের আমেজ বেড়েছে । আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের । বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রার পারদ আরও নিচে নেমে যাবে পাহাড়ে । এ দিন দার্জিলিঙের তাপমাত্রা কমে পৌঁছেছে 8.04 ডিগ্রি সেলসিয়াসে । উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমবে আগামী কয়েকদিনে । পার্বত্য এলাকাগুলোতে কুয়াশার দাপট বাড়বে । উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে । উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের অনুভূতি আরও বাড়বে । আগামী 24 ঘণ্টায় স্বাভাবিকের থেকে নিচে নেমে যাবে তাপমাত্রা ।
আরও পড়ুন:Green Firecracker : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা
কলকাতার তাপমাত্রা কমে আজ 20 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে । আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও হেমন্তের মনোরম আবহাওয়া থাকবে । শীতের অনুভূতি পাওয়া যাবে । আবহাওয়া শুষ্ক থাকবে । সকালে কুয়াশার প্রভাব থাকবে । তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.03 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ৷
আরও পড়ুন:Jalpaiguri : দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিল মা, পলাতক স্বামী