পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Syed Mushtaq Ali Trophy: নায়ক শাহবাজ ! ওড়িশার পর এবার তামিলনাড়ুকেও হারাল বাংলা - in row in syed mushtaq ali trophy

ওড়িশার পর এবার তামিলনাড়ু । টানা জয়ের হাত ধরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট বাংলার (Syed Mushtaq Ali Trophy)।

ETV Bharat
বাংলার জয়ের নায়ক শাহবাজ

By

Published : Oct 17, 2022, 9:33 AM IST

Updated : Oct 17, 2022, 1:57 PM IST

কলকাতা, 17 অক্টোবর: ওড়িশার পর এবার তামিলনাড়ু (Syed Mushtaq Ali Trophy) । টানা জয়ের হাত ধরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট দেখাচ্ছে বাংলা । রবিবার তামিলনাড়ুকে 43 রানে হারাল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা (Bengal beat Tamil Nadu in Syed Mushtaq Ali Trophy)। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 164 রান করে । অলরাউন্ডার শাহবাজ আহমেদের 27 বলে অপরাজিত 42-এর সঙ্গে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের 36 বলে 38 এবং ঋত্বিক রায়চৌধুরীর 29 বলে 32 রান বাংলাকে 164 রানে পৌছে দেয় ।

তামিলনাড়ুর হয়ে ওয়াশিংটন সুন্দর 24 রানে দুই উইকেট এবং অভিষেক তানওয়ার 15 রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে সাই সুদর্শন তামিলনাড়ুকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। তাঁর 48 বলে 64 দলকে সুবিধাজনক জায়গায় পৌছে দিয়েছিল। একইভাবে বাবা অপরাজিতের 20 বলে 16 রান তামিলনাড়ুকে ভরসা দিয়েছিল। কিন্তু এখানেই ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসে বাংলার বোলাররা । ওড়িশা ম্যাচের মত এবারও নিয়ন্ত্রিত লাইনে বল করেই বাজিমাত করলেন তাঁরা। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করার পরে বল হাতেও নজর কাড়েন শাহবাজ আহমেদ। 4 ওভারে 13 রানের বিনিময়ে তিন উইকেট নেন তিনি।

আরও পড়ুন: ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান

শুধু শাহবাজ নন প্রদীপ্ত প্রামানিক এবং মুকেশ কুমার দু’টো করে উইকেট নেন। ফলসরূপ তামিলনাড়ুর ইনিংস 9 উইকেটে 121 রানে শেষ হয়ে যায়। জোড়া জয়। দলের পারফরম্যান্সে খুশি বাংলার কোচ লক্ষীরতন শুক্লা বলছেন, "এই দলটি একটি ইউনিট হিসেবে খেলছে। প্রত্যেকটি ক্রিকেটার প্রত্যেককে সাহায্য করছে। "

Last Updated : Oct 17, 2022, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details