কলকাতা, 17 অক্টোবর: ওড়িশার পর এবার তামিলনাড়ু (Syed Mushtaq Ali Trophy) । টানা জয়ের হাত ধরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট দেখাচ্ছে বাংলা । রবিবার তামিলনাড়ুকে 43 রানে হারাল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা (Bengal beat Tamil Nadu in Syed Mushtaq Ali Trophy)। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 164 রান করে । অলরাউন্ডার শাহবাজ আহমেদের 27 বলে অপরাজিত 42-এর সঙ্গে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের 36 বলে 38 এবং ঋত্বিক রায়চৌধুরীর 29 বলে 32 রান বাংলাকে 164 রানে পৌছে দেয় ।
তামিলনাড়ুর হয়ে ওয়াশিংটন সুন্দর 24 রানে দুই উইকেট এবং অভিষেক তানওয়ার 15 রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে সাই সুদর্শন তামিলনাড়ুকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। তাঁর 48 বলে 64 দলকে সুবিধাজনক জায়গায় পৌছে দিয়েছিল। একইভাবে বাবা অপরাজিতের 20 বলে 16 রান তামিলনাড়ুকে ভরসা দিয়েছিল। কিন্তু এখানেই ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসে বাংলার বোলাররা । ওড়িশা ম্যাচের মত এবারও নিয়ন্ত্রিত লাইনে বল করেই বাজিমাত করলেন তাঁরা। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করার পরে বল হাতেও নজর কাড়েন শাহবাজ আহমেদ। 4 ওভারে 13 রানের বিনিময়ে তিন উইকেট নেন তিনি।