কলকাতা, 1 জানুয়ারি : নতুন আশা নিয়ে পথ চলা শুরু করল নতুন বছর ৷ একইভাবে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন থেকে গিয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে শীতও । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা তথা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ গতকালের তুলনায় সামান্য বাড়তে চলেছে শীতের প্রকোপ (temperature will decrease in Bengal in the new year) ৷
শুক্রবার বছরের শেষদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । ইতিমধ্যেই বৃষ্টির কাঁটা দূর হয়েছে । উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বাংলায় । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ফের নামতে শুরু করবে তাপমাত্রার পারদ । আগামী কয়েকদিন শীত ব্যাটিং করবে তার পুরানো ছন্দে ।