পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

25 জুনের মধ্যে ট্যাক্সি ভাড়া না বাড়লে ধর্মঘটের হুঁশিয়ারি - ভিডিও কনফারেন্স

প্রতিদিনই জ্বালানির দাম বাড়ায় ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবিতে সরব হল ট্যাক্সি সংগঠনগুলি। নিজেদের মধ্যে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে 25 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনগুলি। এরমধ্যে ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘটে বসবেন বলে তাঁরা জানান।

Taxi
Taxi

By

Published : Jun 17, 2020, 3:06 AM IST

কলকাতা, 16 জুন : নিত্যদিন জ্বালানির দাম বাড়ায় ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবিতে সরব হল সংগঠন। ভাড়া না বাড়ালে ধর্মঘটের পথ বেছে নেবেন বলেও জানাল তারা।

কোরোনা সংক্রমণের মাঝেই জনজীবন স্বাভাবিক করার চেষ্টা হলেও যাত্রী সংখ্যা অপ্রতুল। তার উপর এক মাসের মধ্যেই নয় বার বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে ট্যাক্সি চালানো অসম্ভব বলে জানান ট্যাক্সি চালক ও মালিকরা।

মঙ্গলবার কলকাতায় নিজেদের মধ্যে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পরে ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে 25 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাস-ট্যাক্সি মালিক সংগঠন। এরমধ্যে ভাড়া বৃদ্ধি নাহলে ধর্মঘটের ডাক দেবে তারা, একথা জানিয়ে দেয় ট্যাক্সি মালিক সংগঠনগুলি।

এক ট্যাক্সি চালক পাপ্পু সিং বলেন, "সকাল থেকে ট্যাক্সি নিয়ে পথে পথে ঘুরে শুধু তেলই পুড়ছে, কিন্তু তেমন ভাড়া উঠছে না। অন্যদিকে প্রতিদিনই তেলের দামও বেড়ে যাচ্ছে। সারাদিন খেয়ে, মালিককে টাকা দিয়ে, তেলের খরচ দিয়ে প্রায় শূন্য হাতে বাড়ি ফিরছি রোজ । দীর্ঘ তিন মাস বাড়িতে বসে ছিলাম। হাতে আর কোনও অর্থই নেই। কীভাবে সংসার চালাব জানি না।"

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, "লকডাউনের মধ্যেই মানুষের পাশে থেকে নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই জরুরি পরিষেবা দেওয়া হয়েছে। বর্তমানে পুরোনো ভাড়াতেই আবার ট্যাক্সি চালানো শুরু হয়েছে । কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে জ্বালানির দাম বাড়িয়ে চলেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কম সংখ্যক যাত্রী নিয়ে ট্যাক্সি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। এছাড়াও পাল্লা দাম বেড়েছে মোবিল ও গাড়ির যন্ত্রাংশেরও। তাই আমরা সরকারের কাছে চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছি। সরকার এই বিষয়টি বিবেচনা না করলে চলতি মাসের শেষের দিকে ট্যাক্সি ধর্মঘটের মতো পদক্ষেপ করতে আমরা বাধ্য হব।"

AITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক ও কনভেনার কিশোর শ্রীবাস্তব জানান, "লকডাউনের পর আবার পথে ট্যাক্সি নামানোর সময় আমরা আশা করেছিলাম যে পরিবহন দপ্তরের তরফে ট্যাক্সি ভাড়া নিয়ে কিছু একটা চিন্তাভাবনা করবে। কিন্তু তা হয়নি। দীর্ঘ লকডাউনের কারণে সমস্ত ট্যাক্সি চালক ও মালিকরা চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। তাই তাঁরা প্রাণের ঝুঁকি নিয়েও আবার ট্যাক্সি চালাতে উৎসাহী হয়। তবে কোরোনার ভয় বহু মানুষই গণ পরিবহন এড়িয়ে চলছেন। যাত্রী সংখ্যা খুবই কম। সঙ্গে দোসর হয়েছে তেলের দাম বৃদ্ধি । অবিলম্বে ভাড়া বৃদ্ধি না করলে আমরা ট্যাক্সি পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হব।"

গত কয়েকদিনে প্রতি লিটারে পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে 5 টাকা। বর্তমানে কলকাতায় পেট্রলের দাম 78.55 টাকা ও ডিজ়েলের দাম 70.33 টাকা।

ABOUT THE AUTHOR

...view details