পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যুও, একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল 3 হাজার - Corona situation in West Bengal

চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা ৷ ঊর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ ৷ গত 24 ঘণ্টায় গোটা রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 16 জন (Deaths increasing due to COVID in Bengal) ৷ গতকাল সংখ্যাটি ছিল 13 ৷

COVID surge in Bengal
বঙ্গে করোনা সংক্রমণ

By

Published : Jan 4, 2022, 7:58 PM IST

Updated : Jan 4, 2022, 8:39 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 16 জনের ৷ গতদিনের তুলনায় এদিন নতুন করে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বেড়েছে ৷ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 73 জন ৷ গতকাল সংখ্যাটি ছিল 6 হাজার 78 ৷ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি (Corona situation in West Bengal) ৷

বিধি-নিষেধ শুরুর দিনই রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমতে দেখা গিয়েছিল ৷ তবে মঙ্গলবার তা ফের বেড়েছে ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 73 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 78 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4 হাজার 759 জন, গতকালের তুলনায় যা অনেকটাই বেশি ৷

গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে বেশ খানিকটা ৷ মঙ্গলবার মোট 47 হাজার 864 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ সোমবার এই সংখ্যাটি ছিল 31 হাজার 30 ৷ তবে এদিন সংক্রমণের হার কমেছে সামান্য ৷ মঙ্গলবার তা রয়েছে 18.96 শতাংশ ৷ সোমবার সংক্রমণের হার ছিল 19.59 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ সোমবার গোটা রাজ্যে যে সংখ্যাটি ছিল 13, মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 16 ৷ কলকাতায় 5 জন, বীরভূমে 4 জন, উত্তর 24 পরগনায় 3 জন এবং হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় 2 জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়াল 19 হাজার 810টি ৷

মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লক্ষ 64 হাজার 301 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 3 হাজার 768 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লক্ষ 19 হাজার 16 জন ৷

এদিন পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 25 হাজার 475 জন ৷ সোমবার রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ছিল 97.58 শতাংশ ৷ মঙ্গলবার গোটা রাজ্যে সুস্থতার হার 97.28 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.19 শতাংশ ৷

আরও পড়ুন : Containment Zone in Kolkata : উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার করোনা পরিস্থিতি, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

Last Updated : Jan 4, 2022, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details