কলকাতা, 4 জানুয়ারি : একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 16 জনের ৷ গতদিনের তুলনায় এদিন নতুন করে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বেড়েছে ৷ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 73 জন ৷ গতকাল সংখ্যাটি ছিল 6 হাজার 78 ৷ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি (Corona situation in West Bengal) ৷
বিধি-নিষেধ শুরুর দিনই রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমতে দেখা গিয়েছিল ৷ তবে মঙ্গলবার তা ফের বেড়েছে ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 73 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 78 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4 হাজার 759 জন, গতকালের তুলনায় যা অনেকটাই বেশি ৷
গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে বেশ খানিকটা ৷ মঙ্গলবার মোট 47 হাজার 864 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ সোমবার এই সংখ্যাটি ছিল 31 হাজার 30 ৷ তবে এদিন সংক্রমণের হার কমেছে সামান্য ৷ মঙ্গলবার তা রয়েছে 18.96 শতাংশ ৷ সোমবার সংক্রমণের হার ছিল 19.59 শতাংশ ৷