কলকাতা, 8 জানুয়ারি : বাংলায় করোনার সংক্রমণ রয়েছে সেই 18 হাজারের ঘরেই ৷ শনিবার করোনায় সংক্রমণের সংখ্যা 18 হাজার 802 (New cases of Coronavirus in West Bengal) ৷ শুক্রবার সংখ্যাটি ছিল 18 হাজার 213 ৷ এদিন রাজ্যে 19 জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷
শনিবার রাজ্যে সংক্রামিতে হার বৃদ্ধি পেয়েছে ৷ মোট 63 হাজার 518টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে এদিন সংক্রমণের হার রয়েছে 29.60 শতাংশ ৷ গতকাল তা ছিল 26.34 শতাংশ ৷ বৃহস্পতিবার ছিল 24.72 শতাংশ ৷ অর্থাৎ রাজ্যে বাড়ছে সংক্রমণের হার ৷
গত 24 ঘণ্টায় কলকাতায় সংক্রমণ কমেছে সামান্য ৷ শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন 7 হাজার 337 জন ৷ মৃত্যুর সংখ্যা রয়েছে আগের দিনের মতো, 7 জন ৷ কলকাতার পাশাপাশি এদিন উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 5 জনের, হাওড়ায় 3 জন এবং উত্তর দিনাজপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুরে 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷
8 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমণ 17 লক্ষ 30 হাজার 759 এবং মৃত্যু 19 হাজার 883 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 10 হাজার 671 জন ৷ এখনও পর্যন্ত বঙ্গে করোনামুক্তের মোট সংখ্যা 16 লক্ষ 48 হাজার 821 জন ৷ শনিবার রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে 62 হাজার 55 ৷ এদিন বঙ্গে সুস্থতার হার 95.27 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.15 শতাংশ ৷
আরও পড়ুন : COVID Infected Doctor : করোনা আক্রান্ত হয়েও জরুরি বিভাগে ডিউটিতে চিকিৎসক, ক্ষোভ দেগঙ্গায়