কলকাতা, 19 জুন : কংগ্রেস 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) একটিও আসন জিততে পারেনি কংগ্রেস ৷ তাই ভোটের ভরাডুবি নিয়ে পর্যালোচনা বৈঠক হতে চলেছে কংগ্রেসে (Congress) ৷
সংবাদ সংস্থা এএনআই টুইট করে এই খবর জানিয়েছে ৷ সেই টুইট অনুযায়ী, আজ, শনিবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর কলকাতার বিধানভবনে ওই বৈঠক হতে চলেছে ৷ সেখানে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷ পরে তিনি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর
2016 সালে বিধানসভা নির্বাচনে বামেদের (Left Front) সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস ৷ 2021 সালেও জোট করেই তারা ভোটের ময়দানে নামেন ৷ কিন্তু এবারের জোটে বামেরা ছাড়াও ছিল আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও ৷