পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 19, 2021, 2:56 PM IST

Updated : Jun 19, 2021, 4:57 PM IST

ETV Bharat / city

Adhir Chowdhury : ভোটে হারের পর্যালোচনায় জেলা সভাপতিদের নিয়ে আজ বৈঠক অধীরের

বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের ৷ একটিও আসন জিততে পারেনি তারা ৷ তাই শনিবার প্রদেশ কংগ্রেস অফিসে বৈঠক অধীর চৌধুরীর ৷

congress leader adhir ranjan chowdhury will hold a meeting today on election defeat
Adhir Chowdhury : ভোটে হারের পর্যালোচনায় জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে অধীর

কলকাতা, 19 জুন : কংগ্রেস 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) একটিও আসন জিততে পারেনি কংগ্রেস ৷ তাই ভোটের ভরাডুবি নিয়ে পর্যালোচনা বৈঠক হতে চলেছে কংগ্রেসে (Congress) ৷

সংবাদ সংস্থা এএনআই টুইট করে এই খবর জানিয়েছে ৷ সেই টুইট অনুযায়ী, আজ, শনিবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর কলকাতার বিধানভবনে ওই বৈঠক হতে চলেছে ৷ সেখানে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷ পরে তিনি সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর

2016 সালে বিধানসভা নির্বাচনে বামেদের (Left Front) সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস ৷ 2021 সালেও জোট করেই তারা ভোটের ময়দানে নামেন ৷ কিন্তু এবারের জোটে বামেরা ছাড়াও ছিল আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও ৷

যা নিয়ে ভোটের আগে থেকেই গোলমাল চলছিল জোটের অন্দরে ৷ যা জোটের ব্রিগেড সমাবেশেও লক্ষ্য করা গিয়েছে ৷ তাছাড়া আসন সমঝোতা নিয়েও গোলমাল হয় ৷ বেশ কয়েকটি জায়গায় আইএসএফের (ISF) সঙ্গে কংগ্রেসের ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াইও হয় ৷

আরও পড়ুন :Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

কিন্তু ভোটের ফলে জোটের কোনও প্রভাব চোখে পড়েনি ৷ কংগ্রেসের মতো সিপিআইএম-ও (CPIM) এবার শূন্য হাতে ফিরেছে ৷ একটিমাত্র আসন জিতেছে আইএসএফ ৷ ফলে ভোটের প্রকাশ হওয়ার পর থেকেই কংগ্রেসের অন্দরের কলহ শুরু হয়েছে ৷ স্বয়ং আব্দুল মান্নান চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ৷

তাই এদিনের বৈঠকে যে টানটান উত্তেজনাপূর্ণ হবে, তা আগে থেকেই জানিয়ে রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কিন্তু বৈঠকের নির্যাস কী হয়, তা জানতে আরও কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে ৷

আরও পড়ুন :প্রতিদিন 1 কোটি মানুষকে টিকা দিতে কেন্দ্রকে নির্দেশ দিন, রাজ্যপালকে চিঠি অধীরের

Last Updated : Jun 19, 2021, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details