কলকাতা, 4 অগস্ট : রাজ্যে এগিয়ে আসতে পারে পঞ্চায়েত নির্বাচন (Bengal Panchayat Elections) । আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে শুরু হল প্রস্তুতি । জানা গিয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনের (Bengal Election Commission) পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে । আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্বিন্যাসের শেষ করতে হবে । পাশাপাশি 16 সেপ্টেম্বরে মধ্যে সংরক্ষিত আসন চিহ্নিত করার প্রক্রিয়াও শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ।
আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে জেলাশাসকদের নিয়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কর্মশালার আয়োজন করা হয়েছে । কমিশনের তৎপরতা কেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা আগামী বছরের মে মাসে । তবে সূত্রের খবর, হয়তো এগিয়ে আনা হবে ভোট । এবছরের ডিসেম্বর মাসেই ভোট হওয়ার ইঙ্গিত মিলেছে । সেই কারণেই এই তৎপরতা বলে খবর ৷