কলকাতা, 22 অক্টোবর: অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর প্রতিবাদে এবার সরব হল বাংলা । 23 অক্টোবর কলকাতার অসম ভবন অবরোধের ডাক দিল বাঙালি সংগঠন 'বাংলা ভাষা চেতনা সমিতি'। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার ডাক দিল এই সংগঠন ।
গত 13 অক্টোবর ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছে অসমের তেজপুর এলাকার শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের আলাশিঙ্গি গ্রামের দুলাল পালের । জানা গেছে, 62 বছরের মৃত দুলাল পাল গত দু'বছর ধরে বন্দি ডিটেনশন ক্যাম্পে । অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার।
অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার। প্রায় 9 দিন ধরে মর্গে রয়েছে দুলাল পালের মৃতদেহ । এ প্রসঙ্গে ভাষা চেতনা সমিতির তরফে ড. ইমানুল হক বলেন, ''দলাদলি ভুলে একজোট না হলে বাঙালি আবার বাস্তুহারা হবে । হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিস্টান-সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে ।''
সংগঠনের তরফে বলা হয়েছে, 'দুলাল পালের দুই পুত্র লড়াই করছেন মোদি সরকারের নীতির বিরুদ্ধে । 2014 সালে মোদি অসমে বলেছিলেন, ''ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব । তা তো হয়নি, বরং 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে ডিটেনশন ক্যাম্প বানাতে । অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্র কর্ণাটক সহ সারা দেশে ডিটেনশন ক্যাম্প হচ্ছে । এই ইশুর প্রেক্ষিতেই বুধবার কলকাতার অসম ভবন অবরোধ ও NRC ইশুতে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে ।'