কলকাতা, 18 অগস্ট : 18টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট (Industrial Unit) এবং পাঁচটি শিল্পতালুকে প্রায় ছ’শো কোটি টাকা বিনিয়োগ এবং 4 হাজার লোকের চাকরির কথা ঘোষণা করল রাজ্য সরকার । এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে । মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন একথা জানিয়ে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Bengal Minister Chandrima Bhattacharya) ।
এদিন তিনি বলেন, ‘‘আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এর থেকে প্রমাণিত হয় রাজ্য শিল্পপতিদের কাছে কতটা আগ্রহের জায়গা হয়েছে । আজ ক্যাবিনেটে 18টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট এবং পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে । আর এর ফলে রাজ্যে বিনিয়োগ হবে 600 কোটি টাকা । কর্মসংস্থান হবে প্রায় চার হাজার মানুষের ।’’
যে সংস্থাগুলি এখানে বিনিয়োগের জন্য আসছে, তার কতগুলি নাম দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য । এর মধ্যে রয়েছে সিজি ফুডস প্রাইভেট লিমিটেড, টি ফুডস প্রাইভেট লিমিটেড৷ এরা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তাদের ইউনিট তৈরি করবে । এছাড়া বার্জার পেন্টস ইন্ডিয়া লিমিটেড এবং নেজালস গ্লোবাল স্পিরিট পানাগড় শিল্প তালুকে তৈরি করবে তাদের ইউনিট ।
সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য এদিন নতুন পাঁচটি শিল্প তালুক গঠনের কথা চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেও কত জমি, থাকছে কোথায় কোথায় তৈরি হচ্ছে, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য তিনি দেননি । তিনি জানিয়েছেন, আগামিদিনে সরকারের তরফ থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া । তবে তাঁর অভিমত যেভাবে শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে শিল্প ও বাণিজ্যের ঠিকানা এখন বাংলা ।
আরও পড়ুন :এবার প্রতিমন্ত্রীদেরও দফতরে নির্দিষ্ট কাজ দেবেন মুখ্যমন্ত্রী