কলকাতা, 18 জুন : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্য । পশ্চিমবঙ্গের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় উদ্যোগ নিতে শিল্পী সংস্কৃতকর্মী বুদ্ধিজীবী মঞ্চ আজ এক নাগরিক কনভেনশনের আয়োজন করে । সম্প্রতি নির্বাচনের সময় সন্ত্রাস, আতঙ্ক, হিংসা, হত্যা, প্রতিহিংসা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে । যা সাধারণ ভোটারদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে । যার জেরে দেশের কাছে বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বুদ্ধিজীবী মঞ্চের সদস্যরা । আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাস চক্রবর্তী, মীরাতুন নাহার, সুজাত ভদ্র সহ প্রমুখ ।
বিভাস চক্রবর্তী বলেন, "লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে মৃত্যু, হিংসা, হামলা প্রতিহিংসা ঘটে চলেছে । রাজ্যজুড়ে হামলা, হিংসা, মৃত্যুর ঘটনা ঘটছে । বাংলা যার নামের মানে ছিল ধর্মনিরপেক্ষ । যাদের নাম ছিল রাজনৈতিক সচেতনতার জন্য । বাংলার পুরোনো ঐতিহ্য ছিল । ভারতের অন্যান্য রাজ্যে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে । তখন বাংলার এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক অনুভূতি । কেন এরকম হবে ? কেন আমাদের মাথা হেঁট হবে ? তার জন্য বাইরের কেউ দায়ি নয় । আমরাই দায়ি । আমরা এই সমস্যার সমাধান চাই । মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই । আর তাই আজকের এই আয়োজন । মানুষ আবার ভাববেন কী করে আবার হামলামুক্ত, সন্ত্রাসমুক্ত, হিংসামুক্ত রাজনৈতিক চর্চায় ফিরে যাওয়া যায় ।"