কলকাতা, 31 ডিসেম্বর : যত সময় যাচ্ছে রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক (Omicron Scare) । গত কয়েকদিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর । শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, আগামী সাত দিনের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । এবার সেই অতিমারি সামাল দিতে এদিন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন স্বাস্থ্য দফতরের কর্তারা । এই দিনের বৈঠকে ওমিক্রনের ফলে করোনা গ্রাফ বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা । পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে আসন্ন সংকট মোকাবিলায় তৈরি থাকতেও বলেছেন তাঁরা (bengal health department directs private hospital to prepare for covid omicron wave) ৷
এদিন এই বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অর্থাৎ করোনা বেড, অক্সিজেনের সংস্থান, ওষুধ, পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজারের সংস্থান রাখতে । এই দিনের বৈঠকে স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে, শীঘ্রই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে । এই অবস্থায় জরুরি ভিত্তিতে কোভিড বেডের সংখ্যা বাড়াতে হবে । একই সঙ্গে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে প্রয়োজনীয় ওষুধও জরুরি ভিত্তিতে মজুত করার কথা বলা হয়েছে । এছাড়া কোভিড মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পিপিই কিট, ভেন্টিলেটর, অক্সিজেন, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদিও সংস্থানের কথা বলা হয়েছে ।