কলকাতা, 12 সেপ্টেম্বর : বিদ্যুৎ গতিতে ডেঙ্গি (Dengue) বেড়ে চলায় রাতের ঘুম ছুটছে মহানগরবাসীর । পরিস্থিতি এতটাই বেগতিক যে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন । তাই নজিরবিহীন ভাবে এবার করোনার (Covid) মতো ডেঙ্গি আক্রান্তের জন্য হাসপাতালে বেড সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department) । পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্রগুলিকে বাধ্যতামূলক ভাবে আক্রান্তের তথ্য জানতে হবে স্বাস্থ্য দফতরকে ।
এছাড়াও কলকাতার চার হাসপাতালে 24 ঘণ্টা ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলা থাকছে । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA), রাজ্য স্বাস্থ্য দফতর, কলকাতা পৌরনিগম (KMC) যৌথভাবে ডেঙ্গি প্রবণ এলাকাগুলোয় ফিভার ক্যাম্প করবে । এদিন কলকাতা পৌরনিগমে রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে হওয়া উচ্চ পর্যায়ে এক বৈঠক শেষে ডেঙ্গি ঠেকাতে এমনই একাধিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।
এই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য বিভাগের কর্তারা, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, স্বাস্থ্য উপদেষ্টা ড. শান্তনু সেন-সহ পৌর স্বাস্থ্য কর্তারা ।
কলকাতায় পরিস্থিতি কার্যত পৌরনিগম শুধু নয়, রাজ্য স্বাস্থ্য কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে । কলকাতায় এখনও পর্যন্ত 800-র বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় জনের । তবে বেসরকারি মতে, এই সংখ্যা কয়েকগুণ বেশি । কলকাতার 24-25টি ওয়ার্ডের ডেঙ্গির অবস্থা খারাপ ।