পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue: করোনার মতো ডেঙ্গু আক্রান্তের জন্য হাসপাতালে বেড সংরক্ষণের পথে স্বাস্থ্য দফতর

কলকাতায় বাড়ছে ডেঙ্গি (Dengue) ৷ এই পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ করছে রাজ্য স্বাস্থ্য় দফতর ৷ এবার থেকে করোনার (Covid) মতো ডেঙ্গির জন্য কলকাতার চারটে হাসপাতালে বেড সংরক্ষণ করা হচ্ছে প্রশাসনের তরফে ৷

Bengal health department decides to reserve beds in hospitals for dengue patients like COVID
Dengue: করোনার মতো ডেঙ্গু আক্রান্তের জন্য হাসপাতালে বেড সংরক্ষণের পথে স্বাস্থ্য দফতর

By

Published : Sep 12, 2022, 9:26 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : বিদ্যুৎ গতিতে ডেঙ্গি (Dengue) বেড়ে চলায় রাতের ঘুম ছুটছে মহানগরবাসীর । পরিস্থিতি এতটাই বেগতিক যে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন । তাই নজিরবিহীন ভাবে এবার করোনার (Covid) মতো ডেঙ্গি আক্রান্তের জন্য হাসপাতালে বেড সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department) । পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্রগুলিকে বাধ্যতামূলক ভাবে আক্রান্তের তথ্য জানতে হবে স্বাস্থ্য দফতরকে ।

এছাড়াও কলকাতার চার হাসপাতালে 24 ঘণ্টা ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলা থাকছে । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA), রাজ্য স্বাস্থ্য দফতর, কলকাতা পৌরনিগম (KMC) যৌথভাবে ডেঙ্গি প্রবণ এলাকাগুলোয় ফিভার ক্যাম্প করবে । এদিন কলকাতা পৌরনিগমে রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে হওয়া উচ্চ পর্যায়ে এক বৈঠক শেষে ডেঙ্গি ঠেকাতে এমনই একাধিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।

এই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য বিভাগের কর্তারা, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, স্বাস্থ্য উপদেষ্টা ড. শান্তনু সেন-সহ পৌর স্বাস্থ্য কর্তারা ।

কলকাতায় পরিস্থিতি কার্যত পৌরনিগম শুধু নয়, রাজ্য স্বাস্থ্য কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে । কলকাতায় এখনও পর্যন্ত 800-র বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় জনের । তবে বেসরকারি মতে, এই সংখ্যা কয়েকগুণ বেশি । কলকাতার 24-25টি ওয়ার্ডের ডেঙ্গির অবস্থা খারাপ ।

মেয়র ফিরহাদ হাকিম বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন । তিনি জানান, ডেঙ্গি প্রবণ 24-25টি ওয়ার্ডে হবে ফিভার ক্যাম্প । এই শিবির হবে আইএমএ, রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের যৌথ উদ্যোগে । ইতিমধ্যেই কলকাতার প্রতি ওয়ার্ডে অটোয় মাইক বেঁধে প্রচার হচ্ছে । এবার বাজার এলাকায় স্থায়ী প্রচার হবে মাইকিং করে । এম আর বাঙ্গুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের জন্য 60টি, বেলেঘাটা আইডি হাসপাতালে 80টি এবং বি সি রায় হাসপাতালে শিশুদের জন্য বেড সংরক্ষণ করা হবে ।’’

ফিরহাদের কথায়, ‘‘এর আগে বেশ কয়েকটি আক্রান্তের তথ্য আমরা পাইনি । কারণ, তাঁরা বেসরকারি সংস্থা বা অ্যাপ মারফৎ পরীক্ষা করিয়েছিলেন । তাই এবার স্বাস্থ্য সচিব নির্দেশিকা জারি করে জানাবে, এই সমস্ত বেসরকারি পরীক্ষা কেন্দ্রগুলি ডেঙ্গি পজিটিভ হলে রোগীদের তথ্য বাধ্যতামূলক ভাবে রাজ্য স্বাস্থ্য দফতরকে জানাতে হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘আগামীকাল স্বাস্থ্য সচিব এই সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নিয়ে বৈঠকে বসবেন । কেউ যদি মনে করেন রাতে রক্ত পরীক্ষা করবেন, তাহলেও এখন থেকে তা করতে পারবেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, এসএসকেএম হাসপাতাল, এমআর বাঙ্গুর, বেলেঘাটা আইডিতে ৷’’

আরও পড়ুন :শহরবাসীর অসতর্কতাতেই বাড়ছে ডেঙ্গি ! দাবি মেয়রের

ABOUT THE AUTHOR

...view details