কলকাতা, 23 সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কুড়মি সম্প্রদায়ের (Kurmi Agitation) বিক্ষোভে ব্যাহত জনজীবন ৷ তাঁদের দাবি পূরণে ফের সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কুড়মিদের তফশিলি উপজাতিভুক্ত করার দাবির কথা চিঠি দিয়ে আগেও একবার কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে চিঠি দিয়ে কুড়মিদের দাবিপূরণের জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবারও কেন্দ্রকে চিঠি দিয়ে সে কথা মনে করিয়ে দিল নবান্ন ৷ অবিলম্বে কুড়মিদের দাবিমতো যাতে তাঁদের তফশিলি উপজাতিভুক্ত করা হয়, সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে (Ministry of tribal affairs)৷
কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিব অনিল কুমার ঝাকে চিঠিটি লিখেছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল ৷ সেই চিঠির সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি সম্বলিত একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে ৷ সেই চিঠিতে রাজ্যের তফশিলি উপজাতিভুক্ত তালিকায় কুড়মিদের স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকার তাদের চিঠিতে দাবি করেছে যে, 2018 সালের 13 ফেব্রুয়ারি এই সংক্রান্ত আরও একটি চিঠি কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতেও কুড়মিদের তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছিল ৷ তবে তার কোনও জবাব বা এ বিষয়ে কেন্দ্রের মতামত রাজ্যের কাছে এসে পৌঁছয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে ৷ বিষয়টির গুরুত্ব বিচার করে এই নিয়ে পুনর্বিবেচনা ও প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ফের কেন্দ্রের কাছে আর্জি জানানো হচ্ছে বলে চিঠিতে জানিয়েছে রাজ্য সরকার ৷