পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 20, 2020, 10:32 PM IST

ETV Bharat / city

"বাংলার উচ্চশিক্ষা"-য় মিলবে কলেজে ভরতি সংক্রান্ত সব তথ্য

কলেজগুলিতে ভরতির জন্য প্রয়োজনীয় কী কী মানদণ্ড থাকছে, কাট অফ মার্কস কত থাকছে, সবই জানা যাবে এই পোর্টাল থেকে ।

Banglar Uchhosiksha
পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 20 অগাস্ট : কলেজগুলিতে ভরতি সংক্রান্ত তথ্যের জন্য নতুন পোর্টাল চালু করল রাজ্য প্রশাসন । "বাংলার উচ্চশিক্ষা" নামে এই পোর্টাল থেকে কলেজে ভরতি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে পড়ুয়ারা । রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে একটি টুইটও করেছেন ।

টুইটবার্তায় শিক্ষামন্ত্রী লেখেন, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ''বাংলার উচ্চশিক্ষা'' পোর্টাল তৈরি করা হল । এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভরতি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে । আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে ।" নিজের টুইটার পোস্টে নতুন এই পোর্টালের লিঙ্কও শেয়ার করেন তিনি ।

আরও পড়ুন :10 অগাস্ট থেকে শুরু স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া

রাজ্যের আওতাধীন কলেজগুলিতে ভরতির জন্য প্রয়োজনীয় কী কী মানদণ্ড থাকছে, কাট অফ মার্কস কত থাকছে, সবই জানা যাবে এই পোর্টাল থেকে । চলতি মাসের 10 তারিখ থেকে কলেজগুলিতে শুরু হয়েছে অনলাইন ভরতি প্রক্রিয়া । এই প্রক্রিয়ায় পড়ুয়াদের থেকে কোনও টাকা নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ।

ABOUT THE AUTHOR

...view details