কলকাতা, 19 এপ্রিল: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2022) উদ্বোধনে আসার জন্য তিন মাস আগে মৌখিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সরকারিভাবে কোনও আমন্ত্রণ জানানো হয়নি ৷ তাই প্রধানমন্ত্রীর (Bengal govt doesn't invite PM Modi) আসার কোনও কথাই ছিল না ৷ এমনই দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh on BGBS 2022)৷
আজ সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে শুধু কোটি কোটি টাকা খরচ না হয়ে, যাতে তা এ বার ফলপ্রসূ হয়, বাংলায় যাতে বাণিজ্য আসে, তার ব্যবস্থা করতে হবে সরকারকে ৷ রাজ্যে বিজেপির অন্দরে কোন্দল ক্রমশ প্রকট হচ্ছে ৷ এ বিষয়ে দিলীপের যুক্তি, রাজ্যে ভোট পরাজয় কর্মীদের মনে ক্ষোভ তৈরি করেছে এবং নতুন কমিটি হওয়ায় অনেকে মূল দায়িত্ব থেকে বাদ পড়েছেন তাই ক্ষোভ বেড়েছে । তবে সাংগঠনিকভাবে আলোচনার মধ্যে দিয়ে কিছুদিনের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ৷
আরও পড়ুন:Dilip Slams Tathagata : তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন তথাগত, অভিযোগ দিলীপের