কলকাতা, 23 মে : আগামী সাতদিনের মধ্যে ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমা দাসকে চাকরিতে নিয়োগের জন্য পদক্ষেপ করতে হবে ৷ স্কুল শিক্ষা দফতরকে এমনই নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব মণীশ জৈন ৷ এসএসসির (School Service Commission) নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা নলহাটির সোমা দাসকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ করতে হবে বলে সেই নির্দেশে জানানো হয়েছে (Bengal Govt Directs SSC to Appoint Cancer Sufferer Soma Das as Teacher) । সোমা দাস জানিয়েছেন যে তিনি এই নিয়ে একটি ইমেল পেয়েছেন । তবে স্কুল সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে তাঁদের কাছে এখনও কোনও চিঠি এসে পৌঁছেছে কি না, তা জানা যায়নি ৷
এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা ৷ সেই আন্দোলনকারীদের মধ্য়ে রয়েছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমা দাসও । গত 18 এপ্রিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের রায়ে প্রথমবার আশার আলো দেখেন আন্দোলনকারীরা ৷ সেই রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সোমা দাসের পাশাপাশি বাকি বঞ্চিতদের চাকরি দিতে হবে ।
তার পরে কেটে গিয়েছে একমাসেরও বেশি ৷ তবে এখনও আন্দোলনকারীদের চাকরির বিষয়ে কোনও কথা এগোয়নি । গতকাল রাতে সোমা দাসের চাকরি সম্পর্কিত খবর পাওয়া যায় । এর আগেও সোমা দাসের শারীরিক ও আর্থিক অবস্থার কথা ভেবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে অন্য বিভাগে চাকরি দেওয়ার পরামর্শ দেন । কিন্তু সোমা তা নিতে অস্বীকার করেছিলেন । তাই এবার শুধু তাঁর চাকরি হলে তিনি সেই চাকরিতে যোগ দেবেন কি না সেই নিয়েই প্রশ্ন উঠেছে ৷